আবৃত্তি ও কথামালায় বোধন আবৃত্তি পরিষদের নববর্ষ বরণ

79

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে আবৃত্তি ও কথামালায় বরণ করে নেয়া হয়েছে বাংলা নববর্ষকে। সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে নগরের ডিসি পাহাড়ে পহেলা বৈশাখ প্রথম প্রহরে বাচিক শিল্পী প্রণব চৌধুরী ও মিলি চৌধুরীর সঞ্চালনায় নজরুল মঞ্চে আসেন বোধন আবৃত্তি পরিষদের সদস্যরা।
মাইনুল আজম চৌধুরীর নেতৃত্বে বৃন্দ আবৃত্তি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হিং টিং ছট’ পরিবেশন করেন শিল্পীরা। এরপর পাহাড়িকা স্কুলের সামনে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ‘কাজলরেখা পালা’ পরিবেশন করা হয়। পাঁচলাইশ জাতিসংঘ পার্ক ও চট্টগ্রাম শিল্পকলা একাডেমির বর্ষবরণ অনুষ্ঠানেও দলীয় পরিবেশনায় অংশ নেন বোধন আবৃত্তি স্কুলের শিক্ষার্থীরা। আবৃত্তিশিল্পীরা হলেন- দেবলীনা, পিংকী, সেহেলী, মৃত্তিকা চক্রবর্তী, তূর্ণা, তারমিন, হামিমা, যশস্বী, রুহি, শিমলা চক্রবর্তী, তুলি মুৎসুদ্দি, প্রজ্ঞা পারমিতা, দৃষ্টি, পুনম, মিথিলা, খালেছা খানম, রাজর্ষি, অন্তিকা, সুমি মল্লিক, দেবদ্যুতি, হিমানী, রুমা, ইয়াসিন তারা, সেতার রুদ্র, দেবান্তিকা, জারিন সুভা, অংশুমান পাল, শুভ দাশ, রাজেশ বড়ুয়া, শান্তনু বড়ুয়া, শুভ দাশ, অনিমেষ, মো. আবু নাইম, অসীম, নাফিস, সোহাগ, হিমু বড়ুয়া, সাগর, আজম, শ্যামল ঝলক, জাহিদ, ইমরান প্রমুখ। অভয়মিত্র ঘাট এলাকায় আবৃত্তি পরিবেশনায় ছিলেন বোধনের সদস্য ইতু সাহা ও সুতপা চৌধুরী। এছাড়া সিআরবি শিরীষতলা, খাস্তগীর স্কুল ও জাতিসংঘ পার্কে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় বোধন আবৃত্তি পরিষদ শিশু বিভাগের শিল্পীরা। বিজ্ঞপ্তি