আবু বক্কর’র ইন্তেকালে শোক

40

বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজের বড় ভাই চন্দনাইশ বরকল নিবাসী মোহাম্মদ আবু বক্কর (৭০) গত বৃহস্পতিবার ৩ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…… রাজেউন)। ইন্তেকালে ৩ ছেলে ৪ কন্যা সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গত শুক্রবার বাদে জুমা বরকল এসজেড উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মোহাম্মদ আবু বক্করের ইন্তেকালে গভীর শোক করেছেন চট্টগ্রাম-১৪ সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম, বরকল ছালামতিয়া মাদ্রাসা প্রাক্তন শিক্ষার্থী পরিষদ (প্রাশিপ)’র সভাপতি মুহাম্মদ জসিম উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আলকাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সি:যুগ্ম-মহাসচিব স.উ.ম আবদুস সামাদ, চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারকী, বরকল ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান, দৈনিক পূর্বদেশ এর সহকারী সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি জি.এম শাহাদত হোছাইন মানিক, প্রবীণ আলেমেদ্বীন অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, বরকল ছালামতিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ শওকত হোসেন ফিরোজ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মুহাম্মদ মুরিদুল আলম, ছাত্রসেনা চন্দনাইশ উপজেলার সম্পাদক মুহাম্মদ আবদুল মুবিন প্রমুুখ। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। খবর বিজ্ঞপ্তির