আবাহনীতেই থেকে যাচ্ছেন মাশরাফি

24

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক ও ডানহাতি পেসার মাশরাফি বিন মর্তুজাকে এবারও ধরে রেখেছে ঢাকা প্রিমিয়ার লিগের দল আবাহনী। এই মৌসুমেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়েই মাঠে নামবেন মাশরাফি।
গত মৌসুমে আবাহনীর হয়ে ১৬ ম্যাচ খেলে ৩৯ উইকেট শিকার করে রেকর্ড গড়েন মাশরাফি। আছে এক ম্যাচে হ্যাটট্রিকও। সেই ছন্দ ধরে রাখেন সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। এবারের আসরে রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ হন।
ঢাকা লিগের গত আসরে প্রথমে লটারির মাধ্যমে মাশরাফিকে দলে টানে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তবে পরবর্তীতে পারস্পরিক সমঝোতায় আবাহনীতে যোগ দেন ওয়ানডে অধিনায়ক। দুটি ক্লাবের মালিকানা একই হওয়ার ফলে দল বদলের সুযোগ পান তিনি।
লীগের ড্রাফটের নিয়ম অনুসারে আগের আসর থেকে দলে থাকা ৩ জন ক্রিকেটারকে রেখে দিতে পারবে ক্লাবগুলো। সেই নিয়মের এবারও তিনি থেকে যাচ্ছেন আবাহনীতে। তার সঙ্গে থাকছেন মোসাদ্দেক সৈকত ও নাজমুল হোসেন শান্তও।
আবাহনী ছাড়াও অন্যান্য দলগুলোর যেসব ক্রিকেটারকে ধরে রেখেছে:
শেখ জামাল ধানমন্ডি: নূরুল হাসান সোহান, তানভীর ও জিয়াউর রহমান।
প্রাইম দোলেশ্বর: ফরহাদ রেজা,মার্শাল আইয়ুব ও আরাফাত সানি।
গাজী গ্রুপ: ইমরুল কায়েস, মেহেদী হাসান ও আবু হায়দার রনি।
খেলাঘর: তানভীর, অঙ্কন ও রবিউল ইসলাম রবি।
প্রাইম ব্যাংক: আরিফুল, জাকির হাসান ও আল আমিন জুনিয়র।
লিজেন্ডস অব রূপগঞ্জ: আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ ও নাঈম ইসলাম।
মোহামেডান: ইরফান শুক্কুর, রকিবুল ও কাজী অনীক।
ব্রাদার্স ইউনিয়ন: মিজানুর, জুনায়েদ ও ইয়াসির আলী।