আবার ইশকুলে যাবো

69

সঞ্চিতা বড়ুয়া
শ্রেণী- তৃতীয়,
রেলওয়ে পাবলিক হাই স্কুল
পলোগ্রাউন্ড, চট্টগ্রাম, বাংলাদেশ।

অনেক দিন ইশকুলে যাইনি। ইশকুলে যেতে অনেক ইচ্ছা করে। ইশকুলকে খুব মিস্ করছি। দেখা হয়না বন্ধুদের সাথে। নুসরাত, আলিফা,নাদিয়া, নিহা সহ আরো অনেক বন্ধুকে খুব মিস্ করছি। ইশকুলে গেলে অনেক পাড়ালেখা হয়। স্যার ম্যাডামদের সাথে আর দেখা হয়না। স্যার ম্যাডামদেরকে খুব মিস্ করছি। ইশকুলে থাকলে অনেক আনন্দ করতাম। টিফিন ছুটিতে খেলতে মাঠে যেতাম। ঘরে বন্দী থাকতে থাকতে ইচ্ছা করে ছুটে যাই ইশকুলে। দেখা করি বন্ধুদের সাথে। কিন্তু পারিনা এ লকডাউনে কেমনে যাব বাইরে। আর যদি করোনা ভাইরাস না আসতো, লকডাউন যদি না থাকতো তাহলে সবকিছু খোলামেলা প্রতিদিন ইশকুলে যেতে পারতাম। বন্ধুদের সাথে দেখা হতো, আর প্রতিদিনের মতো মাঠে যেতাম। এখন লকডাউনে ঘরে আছি। বারবার হাত ধুই, বাইরে গেলে মাস্ক পরি। এভাবে সবাই সতর্ক হলে করোনা অসুখ চলে যাবে। তখন আবার ইশকুলে যেতো পারবো।