আবারও হাসপাতালে এটিএম শামসুজ্জামান

38

পরিপাকতন্ত্রের জটিলতায় চিকিৎসা নিয়ে বাসায় ফেরার তিন মাস পার হতেই প্রবীণ অভিনেতা এ টি এম শামসুজ্জামানকে আবারও রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হলো। চার দিন আগে পরিপাকতন্ত্রের জটিলতায় আক্রান্ত হওয়ার পর সোমবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন তার মেয়ে কোয়েল আহমেদ। “ভর্তির পর বাবাকে স্যালাইন দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে অস্ত্রোপচার করা হবে কি না সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।”
হাসপাতালের চিকিৎসক শাহাদাতের তত্ত¡াবধানে চিকিৎসা চলছে এ অভিনেতার। চলতি বছরের ৬ আগস্টে অস্ত্রোপচারের পর ২৯ আগস্ট এই হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন তিনি। হাসপাতাল ছাড়ার তিনমাস পর আবারও হাসপাতালে ভর্তি হতে হলো তাকে। এর আগে গত ২৬ এপ্রিল তাকে গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতাল ভর্তি করা হয়; সেখানে প্রায় দুই মাস চিকিৎসা চলে তার। চিকিৎসাধীন অবস্থায় একাধিকবার আইসিইউতে নেওয়া হয় তাকে; শারীরিক অবস্থা বিবেচনায় দুই ঈদও হাসপাতালে কাটাতে হয়েছে তাকে। এরই মধ্যে ৭৫ বছর বয়সী অভিনেতার চিকিৎসার ভার নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; সরকার প্রধানের পক্ষ থেকে ১০ লাখ টাকাও দেওয়া হয় তাকে। ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাও পেয়েছেন এই অভিনেতা।