আবারও ট্রোলড স্বরা ভাস্কর

18

সোশ্যাল মিডিয়ায় আবারও ট্রোলিংয়ের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ভারতজুড়ে নাগরকিত্ব সংশোধনী আইন নিয়ে যে অশান্তি চলছে, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন, তাদের পাশে দাঁড়িয়ে মন্তব্য করেই আবার ট্রোলিংয়ের শিকার হয়েছেন নায়িকা। স¤প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বরার একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে তাকে বলতে শোনা যায়, তার কাছে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট বা বাপ-ঠাকুরদার জমি দস্তাবেজের কোনো কাগজপত্র নেই। তাহলে কীভাবে প্রমাণ করবেন যে তিনি ভারতীয় নাগরিক। নাগরিকত্ব আইনে তিনিও দেশছাড়া হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ট্রোলের সম্মুখীন হন স্বরা। অনেকে প্রশ্ন করেন, তাহলে কি পাসপোর্ট বা প্যান নম্বর ছাড়াই বিদেশে যান নায়িকা? কারও আবার বক্তব্য, যদি বার্থ সার্টিফিকেট ও পাসপোর্ট না থাকে, তবে আপনি কীভাবে এই দেশের নাগরিক হলেন? অনেকে আবার স্বরার ভারতীয় হওয়ার প্রমাণ খুঁজে বের করতে এফবিআইকে তদন্তের দাবি জানিয়েছেন। যদিও বরাবরের মতো এবারও ট্রোলকারীদের যোগ্য জবাব দিতে ছাড়েননি অভিনেত্রী। ট্যুইটারে স্বরা পাল্টা লিখেছেন, এফবিআই? ভক্তদের দেখে আমি অবাক হচ্ছি যে, এফবিআই-এর মতো তদন্তকারী সংস্থা আমার জন্য কাজ করবে!’ এর সঙ্গে ট্রোলকারীদের অবাঞ্চিত অভিযোগের কথা উল্লেখ করে তাদের এক হাতও নেন নায়িকা।