আবারও গুজবে বাংলাদেশ এবার রসানার আরেক অনুষঙ্গ লবন ষড়যন্ত্র

45

পদ্মা সেতুতে লাগবে শিশুর মাথা, নিখোঁজ হয়ে গেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, বেসিনে হারপিক ঢাললে মরবে এডিস মশা- এমন সব গুজব ছড়িয়ে কয়েকমাস আগে তোলপাড় হয়েছিল আমাদের প্রিয় এ বাংলাদেশ? কয়েক বছর আগে মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে এক সহিংস ঘটনার অপপ্রয়াস চালাতেও আমরা লক্ষ্য করেছি। এরমধ্যে গুজব আর বাস্তবতা মিলে খাবার রসনার অন্যতম অনুষঙ্গ পেঁয়াজ নিয়ে দেশব্যাপী চলছে অস্থিরতা। সরকারের নরম গরম খবরদারী, কঠোরতা এবং শেষ পর্যন্ত জরুরি ভিত্তিতে বিমানের কার্গো ভরে যখন পেঁয়াজ এনে বাজার নিয়ন্ত্রণ করতে শুরু করল, তখন কাটা ঘায়ে লবন ছিটানোর মত রসনা স্বাদের আরেক অনুষঙ্গ লবনের দাম বেড়েছে-এমন গুজবে অস্থির করার প্রয়াস চালানো হল সরকার ও দেশবাসীকে। তবে আশার কথা লবন চাষী, লবন শিল্প মালিক ও আয়েডিনযুক্ত পেকেটজাতকারী ব্যবসায়ী, সরকার, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এ গুজব বহুদূর এগুতে পারে নি। বরং ষড়যন্ত্র করে এ জাতীয় গুজবে যারা যুক্ত বলে প্রতীয়মান হওয়া গেছে, তাদের গ্রেফতারের খবর পাওয়া গেছে। গুজবের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর এমন দ্রæত পদক্ষেপ এবং লবন চাষ ও প্রক্রিয়াজাতের সাথে সংশ্লিষ্টদের ভূমিকা প্রশংসা পেতে পারে। যে কোন গুজবের বিরুদ্ধে জনসচেতনতা ও এরকম দ্রæত পদক্ষেপ নিলে তা বেশি ডালপালা মেলার সুযোগ থাকেনা। না হয় সামান্য গুজবে বড় ধরণের মাশুল গুনতে হয়।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পড়ে আশ্চার্য হতে হয়, লবণের দাম বেড়ে যাচ্ছে বলে গুজব ছড়ানোর পর চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজার এবং ঢাকার কারওয়ান বাজারে লবণ কিনতে ভিড় করেন ক্রেতারা। এমনকি লবণের দাম বাড়ছে বলে গৃহকর্মীর কাছ থেকে তথ্য পেয়ে প্রয়োজন না থাকলেও অনেকে বাজারে ছুটে যান এবং প্রয়োজনের অতিরিক্ত লবন কিনে ঘরকেই যেন গুদাম বানিয়ে নেন। ক্রেতার এমন মনোভাব দেখে অনেক ব্যবসায়ী হতবাক হয়েছেন বলে সংবাদপত্রে লেখা হয়েছে। পেঁয়াজের বাজারে অস্থিরতার মধ্যে মঙ্গলবার লবণ নিয়ে তুঘলকির এই খবর এসেছে সারা দেশ থেকেই। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি এতটাই গুরুতর আকার ধারণ করেছে যে সরকারকে প্রেস নোট দিয়ে বলেছে, বাজারে লবণের সংকট নেই, গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরি করা হচ্ছে। লবণ ব্যবসায়ীরাও পর্যাপ্ত লবণ মজুদ থাকার কথা জানিয়ে বলেছে, সরকারকে বিব্রত করতে গুজব ছড়ানো হচ্ছে। লবণসহ যে কোনো বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যে কোনো গুজব ছড়ানোর চেষ্টা করলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। এদিকে লবণ নিয়ে কারসাজি ঠেকাতে মাঠে নেমেছে পুলিশ, র‌্যাব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ। লবণ কিনে উঁচিয়ে ধরেছেন একজনলবণ কিনে উঁচিয়ে ধরেছেন একজনবাড়তি দামে লবণ বিক্রি করায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শতাধিক দোকানিকে জেল-জরিমানা ও গ্রেপ্তার করা হয়েছে। বেঁধে দেওয়া হয়েছে জনপ্রতি এক কেজি লবণ বিক্রির সীমা। লবণ নিয়ে যা ঘটল সারা দিন ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর এক লাফে দাম ছাড়িয়ে গিয়েছিল ১০০ টাকা। এরপর এল ঘূর্ণিঝড় বুলবুল, যৌক্তিক কোনো কারণ ছাড়াই পেঁয়াজের দাম দুই দিনে উঠে গেল আড়াইশ টাকায়। সরকারের হুঁশিয়ারি আর বিমানে করে পেঁয়াজ আমদানির খবরে রাতারাতি তা বেশ খানিকটা কমেও গেল। কিন্তু ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের চেষ্টায় বড় ধরনের ক্ষত থেকে গেল ভোক্তাদের বিশ্বাসে। সেই টাটকা ক্ষতে লবণ ছিটিয়ে দিল নতুন গুজব, যার পেছনে কোনো চক্রের ষড়যন্ত্র রয়েছে বলে ব্যবসায়ী, সরকার ও সচেতন নাগরিকের অভিযোগ। আমরা আশঙ্কা করছি, সম্প্রতি সরকার ও দেশকে অস্থিতিশীল করতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানামূখী ষড়যন্ত্র চলছে। পেঁয়াজ, আদা ও লবন এ ষড়যন্ত্রের অংশ। সামনে আরো অবান্তর ও অগ্রহণযোগ্য নানা ইস্যু সৃষ্টি করার প্রয়াস থেমে থাকবে বলে মনে হয় না। আমরা মনে করি, এক্ষেত্রে সরকার ও জনগণকে যারযার অবস্থান থেকে সজাগ দৃষ্টি রাখতে রাখতে হবে।