আবারও ইনিংস পরাজয় চোখ রাঙাচ্ছে পাকিস্তানকে

21

ছয় বছর পর ফলোঅনে পড়া পাকিস্তানকে এবার চোখ রাঙাচ্ছে ইনিংস পরাজয়ও। তৃতীয় দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সফরকারীরা পিছিয়ে আছে ২৪৮ রানে। প্রথম ইনিংসে বোলার ইয়াসির শাহ’র সেঞ্চুরিতে ৩০২ রান করলেও দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষ করার আগে ৩৯ রান তুলতেই টপ-অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারিয়ে আবারও বিপর্যয়ে পড়েছে পাকিস্তান।
এর আগে ডেভিড ওয়ার্নারের অপরাজিত ত্রিপল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৮৯ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে।
অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনের শেষদিকে পাকিস্তানের জন্য আশীর্বাদ হয়ে এসেছে বৃষ্টি। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ১৬.৫ ওভারে স্কোরবোর্ডে ৩ উইকেটে ৩৯ রান জমা করার পর বৃষ্টি নেমে আসে। এরপর আম্পায়াররা কিছুক্ষণ অপেক্ষা করার পর তৃতীয় দিন শেষ করার সিদ্ধান্ত নেন।
এর আগে রোববার সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে বাবর (৯৭) বন্দী হোন টিম পেইনের হাতে। তবে বাবর ফিরলেও টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন ইয়াসির। মূলত লেগ-ব্রেক স্পিনার হলেও তার সেঞ্চুরিতে তিনশো পেরোনো সংগ্রহ পায় পাকিস্তান। ইয়াসিরের ২১৩ বলে ১১৩ রানের ইনিংসটি সাজানো ছিল ১৩ চারে। শেষ উইকেট হিসেবে দলীয় ৩০২ রানের মাথায় প্যাট কামিন্সের বলে নাথান লায়নের হাতে বন্দী হয়ে সাজঘরে ফেরেন তিনি।
অজিদের বিশাল সংগ্রহ তাড়া করতে গিয়ে ২৮৭ রানে পিছিয়ে থাকায় নিয়ম অনুযায়ী ৬ বছর পর ফলোঅনে পড়ে পাকিস্তান।
অস্ট্রেলিয়ার মাটিতে দুই টেস্ট সিরিজে প্রথম ম্যাচেও ইনিংস ব্যবধানে হারে পাকিস্তান।