আবাবীল ইয়ুথ এসোসিয়েশনের শানে রেসালাত সম্মেলন

73

আনোয়ারা উপজেলার বখতিয়ার পাড়া আবাবিল ইয়ুথ এসোসিয়শনের উদ্যোগে আল্লামা শাহ আব্দুস সোবাহান, ক্বারী আব্দুল গণি, মাওলানা জমির উদ্দীনের স্বরণে শানে রেসালাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২০ ফেব্রূয়ারি তরতীলুল কুরআন মাদ্রাসা সংলগ্ন মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবাবিল ইয়ুথ এসোসিয়শনের সভাপতি ডা. আবুল খায়েরের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা ও হাটহাজারি ইছাপুর মাদ্রাসার ক্বেরাত বিভাগের প্রধান ক্বারী আব্দুল মালেক। প্রধান অতিথি ছিলেন ঢাকার মুফতি নজরুল ইসলাম কাসেমী, বিশেষ অতিথি ছিলেন হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, প্রধান বক্তা ছিলেন আব্দুর রাজ্জাক কাসেমী। বিশেষ বক্তা মাওলানা আবুল হোসাইন। বক্তারা বলেন, দেশের আনাচে-কানাচে সকল স্থানে শানে রেসালাত সম্মেলন হওয়া দরকার। নবীর শান-মান না জানলে আমরা কীভাবে কেয়ামতের মাঠে তার উম্মত দাবী করব।কীভাবে তার শাফয়াত লাভ করব। আজকাল যুবকরা ইন্টারনেটে সবচেয়ে বেশি সময়। ব্যয় করতেছ। আমার অনুরোধ, যুবকরা বেশি বেশি আল্লাহর স্মরণ কর।