আবদুল মাবুদ স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ

8

আবদুল আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল মরহুম আবদুল মাবুদ সওদাগরের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর মাদ্রাসা মিলনায়তনে স্মরণসভা ও ১৯ সালে মাবুদ স্মৃতি বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান মাবুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর এমডি এ.বি.এম মোকাম্মেল হক চৌধুরী আলাল, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলি, ফারইষ্ট লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান নজরুল ইসলাম, অধ্যাপক ড. আ ম কাজী হারুনুর রশিদ, সাবেক কাউন্সিলার কফিল উদ্দীন খান, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দীন, চাঁদপুর বেলগাঁও চা-বাগানের ম্যানেজার আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা আবদু রাজ্জাক, বাণীগ্রাম মুক্তিযোদ্ধা বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর কাদেরীয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা হাফেজ আহমদ। বক্তব্য রাখেন আবদুল মোনায়েম, ডা. আবুল কালাম আজাদ, অধ্যাপক জহির উদ্দীন চৌধুরী, ইউপি সদস্য আমজাদ হোসেন, ফরিদ আহমদ, মো. নুরুল হোসেন লিটু, মো. ইসমাঈল, ছাত্রলীগ নেতা জিয়া উদ্দীন আরিফ প্রমুখ। প্রধান অতিথি বলেন, মরহুম আবদুল মাবুদ সওদাগর ছিলেন একজন দানশীল ও শিক্ষানুরাগী ব্যক্তি, সমাজে অনেক উন্নয়নমূলক কাজসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে মৃত্যুর আগ পর্যন্ত জড়িত ছিলেন। মাবুদ ফাউন্ডেশন মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান একটি যুগোপযোগী উদ্যোগ। ভবিষ্যতে এর পরিধি আরো বাড়াতে হবে। সভাপতির বক্তব্যে খোরশেদ আলম বলেন, মাবুদ ফাউন্ডেশনের কর্মকান্ডের মাধ্যমে সমাজে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে সাধ্যমত চেষ্টা করা হয়। এসময় ১৯ সালের মাবুদ ফাউন্ডেশন স্মৃতি বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ও দুস্থতের মাঝে কম্বল বিতরণ ও মরহুমে রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এছাড়া সকাল ৮টায় কদম মোবারকস্থ মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণসহ নানান কর্মসূচি পালিত হয়। বিজ্ঞপ্তি