আবদুল্লা ফায়সালের লেখনি নতুন প্রজন্মকে জ্ঞানান্বেষণে ব্রতী করবে

66

গত ১৮ আগষ্ট চট্টগ্রাম একাডেমি মিলানায়তনে তরুণ লেখক আর্দশ শব্দগৃহ পাঠাগারের প্রতিষ্ঠাতা আবদুল্লা আল ফায়সাল’র “লেখা ঘুমের শহর” গ্রন্থ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান স্বপ্নফেরির উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও আবৃত্তিকার দিলরুবা খানমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
মূখ্য আলোচক ছিলেন সাতকানিয়া পৌর মেয়র কবি মোঃ জোবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ সাহাবুদ্দিন, সাবেক কাউন্সিলর অধ্যাপিকা রেখা আলম চৌধুরী, প্রফেসর আবু নাঈম মোঃ ইব্রাহিম চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক শাহেদ সরোয়ার শামীম, অধ্যক্ষ মুকতাদের আযাদ খান। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এম, এ হাশেম চেয়ারম্যান, কবি সজল দাশ, কবি আসিফ ইকবাল, ব্যাংকার সিরাজুল মোস্তফা, পূর্বাশার আলোর সিনিয়র সহ-সভাপতি ফায়সাল বিন কাশেম, সহ-সভাপতি আদিল আহমেদ কবির, দক্ষিণ জেলা পূর্বাশার আলোর সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক শাহ আলম সিকদার, সংগঠক বোরহান উদ্দীন গিফারী, ওমর ফারুক, মোঃ ইস্কান্দর, আবু যোবায়ের রিয়াজ, মোঃ সোহেল রানা, মোঃ মোরশেদ, আইমান আল আলম, আবদুল্লা আল ফাহাদ, ওসমান গণি, দিদারুল আলম দিদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন উপজেলা পূর্বাশার আলো’র যুগ্ম আহব্বায়ক আরিফুল হোসাইন।