আবদুর রশিদ স্কুলে শিক্ষাসামগ্রী বিতরণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম

44

লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি, চিটাগাং প্রেসিডেন্সি ও চিটাগাং অগ্রণীর উদ্যোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ, স্কুল আই সাইট টেস্ট, রক্তের গ্রæপ নির্ণয়, স্কুল শিক্ষার্থীদের রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, স্কুল পরিচ্ছন্ন রাখতে ঝুড়ি বিতরণ কর্মসূচি গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। আবদুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে সহযোগিতা করে লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গনে আয়োজিত সংক্ষিপ্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স জেলার প্রথম ভাইস গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন, দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাদের, কেবিনেট সেক্রেটারি লায়ন জি কে লালা, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমলমতি শিশুদের নিয়ে এ আয়োজন শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কাজে উৎসাহি করে তুলবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, স্কুল ম্যানেজিং কমিটির মেম্বার লায়ন মাহমুদ হাসান, নাজমা জাহাঙ্গীর, ঝুমু হোসাইন, সাদিয়া জাহান, মো. ইলিয়াস, লায়ন্স জেলার সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন প্রসুন কুমার বড়ুয়া, লায়ন অশেষ কুমার উকিল, লায়ন মোহসেন আলী, জোন চেয়ারম্যান লায়ন আসিফ উদ্দিন ভুঁইয়া, প্রেসিডেন্সি লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন ডা. রেজাউল ইসলাম, সেক্রেটারি লায়ন নজম উদ্দিন, ট্রেজারার লায়ন বিদেশ বড়ূয়া, অগ্রণী লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন নেছার আহমেদ, ইম্পেরিয়াল সিটির ভাইস প্রেসিডেন্ট লায়ন কাশেম শাহ, লায়ন আসিক ইউসুফ চৌধুরী, সেক্রেটারি লায়ন আবদুল মতিন সরকার, ট্রেজারার লায়ন মোহাম্মদ মহিউদ্দিন, জয়েন্ট ট্রেজারার লায়ন তারিকুল আলম, লায়ন আবদুল্লাহ আল মামুন, লায়ন আবু রায়হান, লিও জেলা সভাপতি শাহরিয়ার ইকবাল, ক্লাব প্রেসিডেন্ট মহিউদ্দিন সিরাজ, ভাইস প্রেসিডেন্ট আহমেদ উল্লাহ পাপন, সেক্রেটারি মোহাম্মদ জাহেদ, জয়েন্ট সেক্রেটারি কামরুন নাহার কল্পনা, আশিক উদ্দিন বাঁধন, ট্রেজারার সিরাজুল ইসলাম রিপন প্রমুখ। বিজ্ঞপ্তি