আফ্রিদি-আব্বাসের ছোবল এড়িয়ে শ্রীলঙ্কার লিড

22

শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আব্বাসের ছোবল এড়িয়ে করাচি টেস্টে শ্রীলঙ্কাকে লিড এনে দিলেন দিনেশ চান্দিমাল ও দিলরুয়ান পেরেরা। ব্যাট-বলের জমজমাট লড়াইয়ের দিনে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে দারুণ শুরু এনে দিলেন দুই ওপেনার শান মাসুদ ও আবিদ আলি। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৫৭ রান। ৩২ রানে ব্যাট করছেন আবিদ, মাসুদ আছেন ২১ রানে। স্বাগতিকরা পিছিয়ে রয়েছে ২৩ রানে। এর আগে শুক্রবার ২৭১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। প্রথম দিনে ১৯১ রানে থেমেছিল পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ১ম ইনিংস: ৫৯.৩ ওভারে ১৯১
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৮৫.৫ ওভারে ২৭১ (ওশাদা ৪, করুনারতেœ ২৫, কুসল ১৩, ম্যাথিউস ১৩, এম্বুলদেনিয়া ১৩, চান্দিমাল ৭৪, ডি সিলভা ৩২, ডিকভেলা ২১, পেরেরা ৪৮, ফার্নান্দো ৫*, কুমারা ০; শাহিন ২৬.৫-৫-৭৭-৫, আব্বাস ২৭-৯-৫৫-৪, নাসিম ১৬-১-৭১-০, ইয়াসির ১৩-০-৪৩-০, হারিস ৩-০-১১-১)পাকিস্তান ২য় ইনিংস: ১৪ ওভারে ৫৭/০ (মাসুদ ২১*, আবিদ ৩২*; বিশ্ব ৫-১-১৪-০, কুমারা ৩-০-২০-০, এম্বুলদেনিয়া ৫-০-১৭-০, দিলরুয়ান ১-০-২-০)।