আফগান-পাকিস্তানকে নিয়ে চীনের ক্রিকেট টুর্নামেন্ট

28

চীন প্রথমবারের মতো পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় তরুণ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছে। গত সপ্তাহে চীনের শানডং প্রদেশের জিনান শহরে এ টুর্নামেন্ট হয়, যেটার পৃষ্ঠপোষকতা করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিন দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য ক্রিকেটকে ব্যবহার করা হচ্ছে বলে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সেপ্টেম্বর মাসে ইসলামাবাদে চীন-আফগানিস্তান-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের যে তৃতীয় সম্মেলন হয়েছে, সেখানে এই টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত হয় এবং সিদ্ধান্তের কয়েক সপ্তাহের মধ্যেই টুর্নামেন্টটি হয়ে গেল।
চীন সরকার এবারই প্রথমবারের মতো সরাসরি কোনো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল, যেখানে বিদেশী দল অংশ নিয়েছে।
১৯ অক্টোবর আয়োজিত দিনব্যাপী ওই টুর্নামেন্টে তিন দেশের ৪০ জনের মতো খেলোয়াড় একে অন্যের বিরুদ্ধে প্রতিদ্ব›িদ্বতা করেছে।
‘বন্ধুত্বপূর্ণ পরিবেশে’ ১০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং টুর্নামেন্ট শেষে কোনো পক্ষকে কোনো পয়েন্ট বা র‌্যাঙ্ক দেয়া হয়নি।