আফগান নিরাপত্তা বাহিনীতে ঝরে গেছে ৪৫ সহস্রাধিক প্রাণ

29

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি ২০১৪ সাল থেকে শুরু করে এ পর্যন্ত দেশের নিরাপত্তা বাহিনীর সদস্য নিহতের নতুন পরিসংখ্যান দিয়ে বলেছেন, এ সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। নিহতের এ সংখ্যা আগের অনুমানকেও ছাড়িয়ে গেছে। ঘানি এর আগে গতবছর নভেম্বরে ২০১৫ সাল থেকে আফগান নিরাপত্তা বাহিনীর ২৮ হাজারের বেশি সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছিলেন। এবারের পরিসংখ্যানটি ঘানি তুলে ধরেছেন সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক ভাষণে। তিনি বলেন, “আমি প্রেসিডেন্ট হওয়ার পর (২০১৪) থেকে আফগান নিরাপত্তা বাহিনী ৪৫,০০০ এর বেশি সদস্য খোয়ানোর মধ্য দিয়ে চরম আত্মত্যাগ করেছে।” তিনি বলেন, ‘বিদেশি সেনা নিহতের সংখ্যা ৭২ জনেরও কম। এতেই বোঝা যায় লড়াইটা আসলে কারা লড়ছে।’ বিবিসি’র খবরে বলা হয়, ২০১৪ সালে বেশিরভাগ বিদেশি সেনা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর থেকে রেকর্ডসংখ্যক আফগান পুলিশ এবং সেনা নিহত হয়েছে। দু’দিন আগেই আফগানিস্তানে একটি সেনা ঘাঁটিতে তালেবানের এক বিপর্যয়কর হামলায় নিরাপত্তা বাহিনীর ৪০ জনের বেশি সদস্য নিহত হওয়ার পর প্রেসিডেন্ট ঘানি এ বাহিনীতে প্রাণহানির ওই হিসাব দিলেন।