আফগানিস্তানে ১৪ বছরে হত্যা ও অঙ্গহানির শিকার ২৬ হাজার শিশু

37

যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানে গত ১৪ বছরে প্রতিদিন গড়ে পাঁচজন শিশু হতাহত হচ্ছে। ২০০৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অন্তত ২৬ হাজার ২৫ জন শিশু হত্যাকাÐ কিংবা অঙ্গহানির শিকার হয়েছে। জাতিসংঘের বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে শিশুবিষয়ক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন এ তথ্য জানিয়েছে। জেনেভায় আফগানিস্তানবিষয়ক আন্তর্জাতিক দাতাদের সম্মেলনেকে সামনে রেখে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
শুক্রবার সেভ দ্য চিলড্রেনের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে শিশুদের জন্য শীর্ষ ১১ বিপজ্জনক দেশের একটি আফগানিস্তান। ২০১৯ সালে বিশ্বে বিভিন্ন সংঘাতে যত হত্যাকাÐ ও অঙ্গহানি হয়েছে তার একটা বড় অংশ ঘটেছে আফগানিস্তানে। দেশটিতে ৮৭৪ জন আফগান শিশু হত্যার শিকার হয়েছে। অঙ্গহানি করা হয়েছে ২ হাজার ২৭৫ জনের। গত বছর হতাহতদের দুই-তৃতীয়াংশেরও বেশি ছেলে শিশু। আফগানিস্তানের স্কুলগুলোও নিয়মিত হামলার শিকার হচ্ছে। সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তানের স্কুলগুলোতে তিন শতাধিক হামলা হয়েছে। সোমবার জেনেভায় ২০২০ আফগানিস্তান কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিশুদের ভবিষ্যত সুরক্ষিত করতে ব্যবস্থা নেওয়ার জন্য দাতা দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে সংস্থাটি।