আফগানিস্তানে সোনার খনিতে ধস, নিহত অন্তত ৩০

37

আফগানিস্তানে একটি সোনার খনিতে ধসের ঘটনায় অন্তত ৩০ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। রবিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাক্ষণ প্রদেশের কোহিস্তান জেলায় এই ধসের ঘটনা ঘটে। এতে আরও অন্তত সাত ব্যক্তি আহত হয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে। জেলা গভর্নর মোহাম্মদ রুস্তম নিহত ও আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রামের লোকেরা সোনার খোঁজে ২০০ ফুট গভীরের খনন করে। যখন খনির দেয়াল ধসে পড়ে তখন আহত ও নিহতরা ভেতরেই ছিল। খনির দেয়ার ধসের কারণ স্পষ্ট নয়। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র নিক মোহাম্মদ নাজারি জানান, খনি শ্রমিকরা পেশাদার ছিল না। সরকারি নিয়ন্ত্রণ ছাড়াই কয়েক দশক সোনা উত্তোলনের কাজ করছিলেন গ্রামবাসীরা। আমরা ওই এলাকায় উদ্ধারকর্মীদের পাঠিয়েছি। কিন্তু ইতোমধ্যে গ্রামের লোকেরা উদ্ধার কাজ শুরু করেছে। এই এলাকা আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে তাজিকিস্তান, চীন ও পাকিস্তান সীমান্তে রয়েছে। এখানে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। বিশেষ করে যখন পুরো প্রদেশটি তুষারে ঢেকে যায়। প্রাকৃতিক সম্পদে ভরপুর আফগানিস্তানে অবৈধভাবে খনি থেকে সম্পদ উত্তোলন অহরহ ঘটে। তালেবান গোষ্ঠীর আয়ের প্রধান উৎসও এটাই।