আফগানিস্তানে তালেবান হামলায় ৬ সেনা নিহত

107

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশে সেনাবাহিনীর একটি চেকপয়েন্টে তালেবান হামলায় অন্তত ৬ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে সারি পুল প্রদেশের সজমা কালা জেলায় এই হামলা হয়। এক আফগান কর্মকর্তার বরাত দিয়ে এখবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন প্রদেশিক গভর্নরের মুখপাত্র জাবিহুল্লাহ আমানি। তিনি আরও জানান, হামলায় অপর সাত সেনা সদস্য আহত হয়েছে। আমানি দাবি করেন, হামলার সময় সংঘর্ষে ৯ তালেবান যোদ্ধা নিহত ও ১৩ জন আহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে এবং পরিস্থিতি আফগানবাহিনীর নিয়ন্ত্রণে। তালেবানের পক্ষ থেকে এখনও হামলার দায় স্বীকার করা হয়নি। তবে গত বছর থেকে ইসলামি গোষ্ঠীটি প্রতিদিন আফগানবাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
১৭ বছর ধরে চলমান যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তি আলোচনার মধ্যেই এই হামলা চালানো হলো।