আফগানিস্তানে তল্লাশিকেন্দ্রে তালেবান হামলায় নিহত ১৫

14

আফগানিস্তানের উত্তরে বালখ প্রদেশের একটি সরকারি নিরাপত্তা তল্লাশিকেন্দ্রে তালেবান জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৫ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। দেশটিতে একের পর এক জঙ্গি হামলার মধ্যে এটিই সর্বসাম্প্রতিক। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী কট্টরপন্থি তালেবান শসনের পতন ঘটানোর ১৮ বছর পরও আফগান বাহিনীতে তালেবান হামলায় রেকর্ড সংখ্যক মানুষ হতাহত হচ্ছে। আর এ সংখ্যা ক্রমেই বাড়ছে বলে সতর্ক করেছেন আফগান ও মারকিন কর্মকর্তারা। এই শীতে পার্ত্যাঞ্চলগুলোর জঙ্গি আস্তানায় ভারি তুষারপাতের মধ্যেও দেশজুড়ে নিরাপত্তা চৌকিগুলোতে তালেবান জঙ্গি হামলা চলছে। বালখ প্রদেশে দৌলতাবাদের ডিস্ট্রিক্ট গভর্নর মোহাম্মদ ইউসুফ বলেছেন, কয়েক ডজন তালেবান জঙ্গি ওই তল্লাশিকেন্দ্রকে হামলার লক্ষ্যবস্তু করেছে। আফগান সেনা ও গোয়েন্দারা একসঙ্গে সেখানে ছিল। হামলায় তাদের ১৫ জন নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষামন্ত্রণালয় এক বিবৃতিতে হামলায় ৭ সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে।