আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ৫

24

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনিতে গোয়েন্দা সংস্থার স্থাপনা লক্ষ্য করে চালানো গাড়ি বোমা হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। সোমবার সকালের এ ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছেন বলে গজনির গর্ভনরের মুখপাত্র ওয়াহিদুল্লাহ জুমাজাদা জানিয়েছেন।
পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গজনি শহরে আফগানিস্তানের জাতীয় গোয়েন্দা সংস্থার ইউনিট লক্ষ্য করে চালানো এ হামলায় একটি হামভি গাড়ি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন জুমাজাদা। হতাহতদের অধিকাংশই গোয়েন্দা সংস্থার লোক বলে নিশ্চিত করেছেন তিনি। কাবুল থেকে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গজনির এক স্বাস্থ্য কর্মকর্তাও হামলার কথা নিশ্চিত করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলা দায় স্বীকার করেনি।
রাজধানী কাবুলে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহের মধ্যে ক্ষমতা ভাগাভাগির চুক্তি হওয়ার একদিন পর হামলার এ ঘটনাটি ঘটলো। এই চুক্তির মাধ্যমে আফগানিস্তানে মাসের পর মাস ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।