আপিলে বাদ ভাইস চেয়ারম্যান প্রার্থী তিমির বরণ

82

পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই বাছাইয়ে টিকে গেলেও এক প্রার্থীর আপিলে ঝড়ে গেছে আওয়ামী লীগ মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তিমির বরণ চৌধুরী। হলফনামায় ভুল তথ্য দেয়ার অভিযোগে জেলা রিটার্নিং অফিসারের নিকট একই পদে প্রতিদ্বন্ধী প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিন এ আপিল করেন। ওই আপিলের শুনানিতে তিমির বরণ চৌধুরী বাদ পড়ে যান। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ডাক্তার না হয়েও হলফনামায় ডাক্তার লিখেছেন। স্থানীয় সরকার চট্টগ্রামের উপ পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে গত ২৮ ফেব্রুয়ারি যাচাই বাছাইয়ের দিনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাধব চন্দ্র নাথ ঝড়ে পড়েন। সে হিসেবে ভাইস চেয়ারম্যান পদে ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, দেশরত্ম পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মনোনয়ন বৈধ হয়।
পরবর্তীতে দেশরত্ম পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ডা. তিমির বরণ চৌধুরীর প্রার্থিতাকে চ্যালেঞ্জ করে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করেন। আপিলের বিষয়ে গতকাল সোমবার শুনানি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার চট্টগ্রামের উপ পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি গতকাল রাত ৮ টায় জানান, শুনানিতে তিমির বরণ চৌধুরী ভুল তথ্য দেয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। এ কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়।