আপাতত কোনো প্রবাসী ফুটবলারকে চান না জেমি

48

বিশ্বকাপ বাছাইয়ে ওমান ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করবে জাতীয় ফুটবল দল। ওমানে থেকেই কন্ডিশনিং ক্যাম্প আর প্রস্তুতি পর্বটা সেরে নিতে চান জেমি ডে। কাতার ও ভারত ম্যাচে দারুণ সাফল্য ওমানেও টেনে নিতে চান জামাল ভূঁইয়ারা। তবে মাঝে দলকে আরও শক্তিশালী করতে প্রবাসী ফুটবলারদের সন্ধানে নেমেছিলেন জেমি। ইউক্রেনের বাংলাদেশি বংশোদ্ভূত ফরিদ আলীর সঙ্গে যোগাযোগও করেছিলেন এই ইংলিশ কোচ। ভিসা জটিলতায় তাকে আর ট্রায়ালে নেওয়া সম্ভব হয়নি জেমির। নভেম্বরের ওমান ম্যাচকে সামনে রেখে আপাতত কোনো প্রবাসী ফুটবলারকে চান না জেমি। এ বিষয়ে জেমি ডে বলেন, ‘ওমান ম্যাচের সামনে আপাতত আমরা কোনো প্রবাসী ফুটবলারকে আনার ব্যাপারে আগ্রহী নই।’ মাঝে ফরিদ আলীকে ঢাকায় আনতে গিয়ে ভিসা জটিলতায় সেটাও সম্ভব হয়নি। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেমি। তিনি বলেন, ‘ওমান ম্যাচের পর আবারও চেষ্টা করা হবে। তাকে ট্রায়ালের জন্য ডাকা হতে পারে।’ এর আগে দুই-তিন জন প্রবাসী ফুটবলার ঢাকায় এসেও বাংলাদেশে থিতু হতে পারেননি। একমাত্র জামাল ভূঁইয়াই লাল-সবুজে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। ডেনমার্ক প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার এখন লাল-সবুজ জাতীয় দলের অধিনায়ক। জাতীয় ফুটবল দলের বড় মুখ। এমন মুখের সন্ধানে নেমেছিলেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।