‘আপনি বাসায় থাকেন, খবর আমরা জানাবো’

102

চট্টগ্রামে করোনাভাইরাস নিয়ে জনগণকে সচেতন করতে ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। গত শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্ল্যাকার্ড নিয়ে তাঁরা প্রচারণা চালায়। প্ল্যাকার্ডে ‘আপনি বাসায় থাকেন, খবর আমরা জানাবো’ লেখা নিয়ে তাঁরা দাঁড়িয়ে পথচারীদের সচেতন করার চেষ্টা চালায়। প্রচারণায় অংশ নেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের ভারপ্রাপ্ত ইনচার্জ ও টিভি জার্নালিস্টস্ এসোসিয়েশনের যুগ্ন সম্পাদক মাসুদুল হক, টিভি জার্নালিস্টস্ এসোসিয়েশনের প্রচার-প্রকাশনা সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান অনুপম শীল, টিভি জার্নালিস্টস্ এসোসিয়েশনের অর্থ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান সবুজ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার পার্থ প্রতীম বিশ্বাস, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার শহিদুল সুমন, ফটো সাংবাদিক আজিম অনন প্রমুখ। চট্টগ্রাম প্রেসক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক জানান, ‘সংবাদকর্মীদের এই খারাপ সময়ে মাঠে কাজ করাটা এক কঠিন বাস্তবতা। নানা সীমাবদ্ধতা পাশ কাটিয়েই সংবাদকর্মীদের কাজ করতে হয়। নিজে ঝুঁকি নিয়েও অন্যকে সঠিক তথ্য জানানোর জন্য সংবাদকর্মীরা নিরলস কাজ করেন। এরপরও বর্তমানে করোনো ঠেকাতে সকলের সচেতনতা দরকার। সবাই মিলেই করোনার বিরুদ্ধে লড়তে হবে’। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের ভারপ্রাপ্ত ইনচার্জ মাসুদুল হক জানান, করোনা মোকাবিলায় সকলকে সচেতন করতেই এই প্রয়াস। জনসমাগম এড়ানোর জন্য খুব কম সংবাদকর্মীদের নিয়ে এই প্রচারণা চালানো হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। সাধারণ মানুষ যাতে গুজবে আতঙ্কিত না হন, অযথা ঘর থেকে বের না হন, সেই অনুরোধ আমরা করছি। নিজে ঝুঁকিমুক্ত থেকে নিজ নিজ পরিবারকে সুরক্ষিত রাখাই আমাদের লক্ষ্য। বিজ্ঞপ্তি