আপডেটেড ডেস্কটপ ভার্সন এনেছে টুইটার

31

ব্যবহারকারীদের আরও উন্নত সেবা দিতে আপডেটেড ডেস্কটপ ভার্সন এনেছে টুইটার। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে এই ভার্সনটি ছাড়া হয়েছে। এই ভার্সন দিয়ে আরও দ্রুততার সঙ্গে এবং সহজেই কাজ করা যাবে বলে জানানো হয়েছে।
ভারতের প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, মাইক্রো ব্লগিং সাইটটির এই আপডেটেড ডেস্কটপ ভার্সন দিয়ে সহজেই বিভিন্ন ফিচার, বুকমার্কস, লিস্টস ও প্রোফাইলে প্রবেশ করা যাবে।
সম্প্রতি এক ব্লগ পোস্টে টুইটার জানায়, বিস্তৃত ‘ডিরেক্ট’ মেসেজ সেকশনের সুবিধা নিয়ে এসেছে নতুন ভার্সনটি। এতে দুটি ডার্ক থিম আছে। এর মধ্যে একটি হলো ডিম (মৃদু আলো) এবং অন্যটি লাইটস আউট।
টুইটারের নতুন এই ডেস্কটপ ভার্সনে অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে। এতে হোম, এক্সপ্লোর, নোটিফিকেশন এবং মেসেজ অপশন ডেস্কটপের বামপাশে নিয়ে আসা হয়েছে। আর ডানপাশে রাখা হয়েছে ট্রেন্ডি সেকশন।