আন্দ্রে রাসেলের বিশ্বকাপ শেষ

15

বিশ্বকাপের শেষ চারে খেলার কাগজে-কলমের হিসাব টিকিয়ে রাখতে বাকি তিন ম্যাচে জয়ের বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের। এমন অবস্থায় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এলো বড় দুঃসংবাদ। দলের খুব প্রয়োজনের মুহূর্তে আসর থেকে ছিটকে গেছেন পেস-অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তার বদলি হিসেবে সুনিল আমব্রিসকে স্কোয়াডে ডেকেছে ক্যারিবীয়রা।
বাম হাঁটুর চোটের কারণে বিশ্বকাপে নিজেদের বাকি তিন ম্যাচ খেলতে পারবেন না রাসেল। আয়ারল্যান্ডে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে ১৪৮ রানের ইনিংস খেলা ব্যাটসম্যান আমব্রিস তার বিকল্প।
রাসেল আসরে যে চার ম্যাচে খেলেছেন, প্রতিটিতেই ছিলেন অর্ধ-ফিট। আইপিএল থেকে আনা চোট নিয়েই লড়াই চালিয়ে গেছেন বিশ্বমঞ্চে। কিন্তু ফর্মটা টেনে আনতে পারেননি ইংল্যান্ডের মাটিতে। আহামরি কোনো সাফল্য নেই। ব্যাট হাতে আসরের চার ম্যাচে একটি ফিফটি পেয়েছেন রাসেল। বল হাতে পাঁচ উইকেট পেলেও কোনো ম্যাচেই শেষ করতে পারেননি কোটার ১০ ওভার।