আন্তর্জাতিক সুফী উৎসব উদযাপন কমিটির সভা

65

চট্টগ্রাম নগরে ৩য় আন্তর্জাতিক সুফী ও লোক উৎসব আয়োজনের ব্যাপারে গত বৃহষ্পতিবার রাতে সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন সভায় সভাপতিত্ব করেন। সভায় ৩ দিনব্যাপি ৩য় আন্তর্জাতিক সুফী ও লোক উৎসব এবং সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে বিষদ আলোচনান্তে ২৮,২৯ ও ৩০ মার্চ ২০১৯ চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন চেয়ারম্যান ও কবি ইউসুফ মুহম্মদকে জেনারেল সেক্রেটারী করে ১০১ সদস্য বিশিষ্ট ৩য় আন্তর্জাতিক সুফী ও লোক উৎসব কমিটি গঠন করা হয়।
সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সুস্থ সংস্কৃতির চর্চা ও বিকাশ সমাজকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। তরুণদের যদি শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করা যায় তাহলে দেশ এগিয়ে যাবে এবং মানবিক সমাজ তৈরীতে তা সহায়ক হবে। উৎসব প্রসঙ্গে বিস্তারিত আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর শিরীণ আখতার, প্রফেসর ওবায়দুল করিম, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, লায়ন কবি শেখ রবিউল হক, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক, সরওয়ার হোসেন আজিজ, মো সাহাবুদ্দিন, শাহেদা নাসরিন, শিল্পী ইকবাল হায়দার, কাজী রুনু বিলকিস, ইশরাত দীনা, বিভা হদু, রিফাত মোস্তফা, মোহাম্মদ মামুন শরীফ,এস এ মজুমদার সোহেল, মো. হারুন অর রশীদ চৌধুরী, লাকী দাশ, মো. জহিরুল আলম, দাউদ আবদুল্লাহ হারুন, ফারুক মনির, মো. জহির উল আলম, ফারুক আহমদ, মো. কামাল হোসেন, মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। এই উৎসবে বাংলাদেশ, ভারত, মিশর, ইরান, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় শতাধিক সুফী ও লোক সংগীত শিল্পী অংশ গ্রহণ করবেন। বিজ্ঞপ্তি