আন্তর্জাতিক শ্রবণ দিবসে র‌্যালি ও আলোচনাসভা

72

“আপনার শ্রবণ শক্তি পরীক্ষা করুন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ২৮ ফেব্রয়ারী থেকে ধারাবহিক কার্যক্রম হিসেবে আন্তর্জাতিক শ্রবণ দিবস উদযাপন করা হচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) এবং দাতা সংস্থা সিবিএম ও সিডিডি-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় পরিচালিত ‘পিএইচআরপিবিডি’ প্রকল্পের উদ্যোগে সপ্তাহ ব্যাপি নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির ভাষণে ৩৩,৩৪ ও ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব ল্যুৎফুন্নেছা বেবী দোভাষ বলেন, “মানব শরীরের কান অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। নানা সময় অসচেতনতার দরুন গুরুত্বপূর্ণ অঙ্গ সমস্যার সৃষ্টি হয়। আমাদের সকলের উচিত প্রতিবন্ধিতা প্রতিরোধের উপায় হিসেবে যে যার অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সর্বস্তরে সচেতনতার বার্তা পৌছে দেওয়াই হোক এই দিবসের মূল কাজ।” মানুষ যতবেশি কান সম্পর্কে সচেতন হবে তত বেশি শ্রবণ প্রতিবন্ধিতা থেকে মুক্তি পাবে। উক্ত সভায় উপস্থিত ছিলেন সংস্থার পিএইচআরপিবিডি প্রকল্পের সিডিআরপি কল্লোল কান্তি দাশ, কমিউনিটি মবিলাইজার মো: রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন, যুগান্তর এপেক্স বডির সভাপতি মো: মোস্তাকিমুর রহমান, সাধারণ সম্পাদক শীলা দত্ত-সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সিডিআরপি কল্লোল কান্তি দাশ শ্রবণ দিবসের বিষয়ে ফ্লিপ চার্টের মাধ্যমে কানের সঠিক পরিচর্যা সম্পর্কে তথ্য উপস্থাপন করেন। সিডিডি কর্তৃক প্রণীত উক্ত ফ্লিপ চার্টে কান পরিচর্যায় নানা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। আমাদের সামান্য সচেতনতা এবং কানের প্রতি যত্ন যে কোন ধরনের শ্রবণজনিত সমস্যা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। তাই আমাদের সকলের সচেতন হওয়া দরকার এবং কান পরিচর্যায় যত্নশীল হওয়া উচিত। নগরীর ৩৩ ও ৩৪ নং ওয়ার্ডে পরিচালিত এ প্রকল্পের আওতায় উক্ত দিবসকে সামনে রেখে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিদ্যালয়সমূহে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক সভা পরিচালনা করা হয়। এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে স্ব-সহায়ক সংগঠনসমূহের এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। বিজ্ঞপ্তি