আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞার মুখে ইরান

30

নিজেদের মাটিতে কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করতে পারবে না ইরান। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) শুক্রবার (১৭ জানুয়ারি) এক চিঠির মাধ্যমে ইরানের উপর এই নিষেধাজ্ঞা জারি করে। ফলে এখন থেকে ইরানকে সব ম্যাচ খেলতে হবে নিরপেক্ষ ভেন্যুতে।
ইরান ফুটবল ফেডারেশন তাদের এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিষয়টি।
ধারণা করা হচ্ছে গত ৮ জানুয়ারিতে ইউক্রেনের একটি বিমান ভুলবশত ভ‚পাতিত করার কারণে এমন নিষেধাজ্ঞার মুখে পরলো ইরান। বিমান ভ‚পাতিত করায় মৃত্যু হয় ১৭৬ জন যাত্রীর। যাদের বেশিরভাগই ইরান এবং কানাডার নাগরিক। এছাড়াও বিমানটিতে ছিলেন ইউক্রেন, ব্রিটেন, জার্মানি ও আফগানিস্তানের নাগরিকও।
তবে নিষেধাজ্ঞা জারির কারণ স্পষ্ট করেনি এএফসি। অন্যদিকে এই ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।