আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

100

রাউজান উদ্দীপ্ত তরুণ : রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, সুশৃঙ্খল ও মেধাবী জাতিগঠনে বইয়ের বিকল্প নেই। নিয়মিত বইপাঠ করার মধ্য দিয়ে মেধা ও মননের বিকাশ ঘটে। মুজিববর্ষ উপলক্ষে ২ দিনব্যাপী অমর একুশে বইমেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত শুক্রবার রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটায় অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ চত্বরে এই মেলার আয়োজন করে রাউজান উদ্দীপ্ত তরুণ। রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ এর সভাপতিত্বে ও সাজু পালিতের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ, জসিম উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী শাহজাহান, সুমন দে, তসলিম উদ্দিন চৌধুরী, আহসান হাবীব চৌধুরী হাসান, রাউজান উদ্দীপ্ত তরুণের প্রধান পৃষ্ঠপোষক দীপলু দে দীপু, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক পিবলু চৌধুরী, রাউজান পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান শিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মো. সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, রাউজান উদ্দীপ্ত তরুণের সভাপতি মোহাম্মদ রবিন, মোহাম্মদ তাসিম, মোহাম্মদ হিমু, মোহাম্মদ আরিফুল ইসলাম, সাগর, মারুফ, সাকিব, জনি, নিলয়, মহিউদ্দিন, মহিম, জয়, সোহাব, মঈন, রোহান, সাকিব, মিরাজ, রাকিব, দীপ্ত, রিফাত, আবির, জোনায়েদ, মোরশেদ, আবিদ, জয় দাশ, জিসান, ইমন, সিরাত, ফরহাদ, হামিম, নোমান, হানিফ, সাহেদ, নাহিদ, প্রমুখ। মেলায় দেশের স্বনামধন্য কয়েকটি প্রকাশনী স্টল নিয়েছে বলে জানা যায়। তাছাড়া পরিবেশবাদী সংগঠন ইকো লাভ এর উদ্যোগে মেলায় আগত দর্শনার্থীদের ৩ টি প্লাস্টিকের বোতলের বিনিময়ে ১টি চারাগাছ উপহার দিতে দেখা গেছে।
ইসলামিক ফাউন্ডেশন রাউজান : ২১ ফেব্রূয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন রাউজান উপজেলার উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল উপজেলা জামে মসজিদে উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. খোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মো. জোনায়েদ কবীর সোহাগ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো.আবুল কালাম, সাবেক উপজেলা প্রকৌশলী কামাল উদ্দিন, উপজেলা মসজিদের খতিব মাওলানা সাইদুল আলম হাকি, ইমাম মাওলানা এম.এ মতিন, মাওলানা হাসান মুরাদ। অনুষ্ঠান শেষে দেশ, জাতীর শান্তি কামনা ও শহীদদের মাগফিরাত কামনায় মোনাজাত করেন খতিব মাওলানা মো.সাইদুল আলম হাকি।
উত্তর জেলা মহিলা আ.লীগ : চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ ফেব্রূয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা সংগঠনের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য দিলোয়ারা ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক বাসন্তী প্রভা পালিত পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রওশন আরা, যুগ্ম সাধারণ সম্পাদক লিপি আজাদ, সাংগঠনিক সম্পাদক জাহানারা নাজনীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুসরাত জাহান, ধর্ম সম্পাদক সেলিনা বেগম, নার্গিস বেগম, এড. রহেনা আকতার, লিপি দেয়ানজি, ফরিদা বেগম, পারভিন আকতার, রীমা আকতার, নুর নাহার, লক্ষীরানি চক্রবর্তী, নিলীমা বডুয়া, বিবি ফাতিমা, নুর জাহান প্রমুখ।
রাঙামাটি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য মধ্যদিয়ে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে রাঙামাটির সর্বস্তরের জনসাধারণ। এরই ধারাবাহিকতায় একুশে ফেব্রূয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে রাঙামাটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি গুর্খা সম্প্রদায়। এ সময় রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে নিরবতা পালন করেন গুর্খা সম্প্রদায়ের নেতৃবৃন্দরা। এসময় গুর্খা সম্প্রদায় থেকে উপস্থিত ছিলেন মনোজ বাহাদুর, রাজনৈতিক ব্যক্তিত্ব শীলা রায়, লক্সমী মানজি, সাংবাদিক মিল্টন বাহাদুর, লিটন শীল গুর্খা, সম্পু বাহাদুর, তিন্নি মানজি প্রমুখ। এ ছাড়া দিবসটি উপলক্ষে সকল ভাষা শহীদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার, ভাষা ও দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদদের আত্মার সৎগতি এবং দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়ন কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
সাতকানিয়া যুবলীগ : অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা যুবলীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাতকানিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ সংগঠনের আহবায়ক সাইদুর রহমান দুলাল এর সভাপতিত্বে ২০ ফেব্রæয়ারী বৃহস্পতিবার দিবাগত রাত ১২.০১ মিনিটে অনুষ্টিত হয়। উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক এ এইচ এম সোহেল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধূরী, পৌরসভা আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস রুবেল, পৌরসভা যুবলীগ সভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক জাবেদ ইকবাল, মাদার্শা যুবলীগ সভাপতি নসুরুল্লাহ পলাশ, সা. সম্পাদক- নোমান সিকদার, ছদাহা যুবলীগ সভাপতি আব্দুর রহিম জয়, সা. সম্পাদক মনজুর আলম, প. ডেমশা সভাপতি বোরহান উদ্দিন, সা. সম্পাদক মো. জুয়েল, সোনাকানিয়া যুবলীগ সভাপতি আব্দুল হালিম, এওচিয়া সা. সম্পাদক মো. মিজান, পৌর যুবলীগের সহ-সভাপতি মহিউদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক তানরভীর সিদ্দিকী, অর্থ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন জিটু, মো. আলী, মুজিবুর রহমান, মো. আসিফ, মো. কায়ছার, মো. রাসেল, ইমরান ফরহাদ, যুগ্ম সম্পাদক এম আসাদ, নুরুল আবছার ,মইনুল হক, জাবেদ জাহাঙ্গীর, মো. আরিফ, সমাজ কল্যাণ সম্পাদক ওয়াহিদ মুরাদ, শাহজাহান বাদশা, সাতকানিয়া কলেজ ছাত্রলীগ সভাপতি মো. জাহেদ, পৌর ছাত্রলীগ আহবায়ক মো. ইদ্রিচ, যুগ্ম আহবায়ক মো. এমরান, নজরুল ইসলাম, মো. আকিব, মো. হোসেন, এম এ হাসান, মইনুদ্দিন ছোটন, ইব্রাহিম খলিল, মো. আলম, আ. লীগ নেতা হাজ্বি মো. ইলিয়াছ, সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম, নুরুল কবির, মো. ওচমান, মো. রফিক, মো. শাহজাহান, জাফর উল্লাহ, আহমদ হোসেন কালু, মো. শাকিল প্রমুখ। সভায় বক্তরা- ৫২ এর ভাষা আন্দোলনে সালাম, রফিক, জব্বার সহ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে বাংলাকে মাতৃভাষা হিসাবে স্বীকৃতির ফসল হিসাবে সফল রাষ্ট্রনায়ক, জননেত্রী শেখ হাসিনার সরকারের বলিষ্ট নেতৃত্বে বাংলা ভাষা” আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি আদায় একটি ঐতিহাসিকসাফল্য ও দৃষ্টান্ত। বাঙ্গালী গর্বিত জাতি হিসাবে প্রতিষ্ঠিত।