আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

113

বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ :
মহান একুশে ফেব্রূয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ চট্টগ্রামের উদ্যোগে গত ২১ ফেব্রূয়ারি সন্ধ্যা ৬টায় নগরীর সিডিএ এভিনিউ নাসিরাবাদ ইফকো কমপ্লেক্সস্থ হোটেল জামান এক্সুসিভ’র হল রুমে সংগঠনের সভাপতি ড. মোহাম্মদ মোজাহেরুল আলমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উপস্থাপনায় ছিলেন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ নুরুল মোমেন চৌধুরী। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এন.কে.এম শাহরিয়ার, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো: ইছাহাক, অধ্যাপক ফজিলাতুন্নিছা ডলি, অধ্যক্ষ মো: নাজিম উদ্দিন, আলমগীর হোসেন, মো: হানিফ, দিলীপ কুমার সরকার, মো: সুমন, মুর্তজা মোরশেদুল আনোয়ার, জাবেদুল আলম, আবু ইউনুছ, মোহাম্মদ আলী, মো: জসিম, জয়নাল আবেদীন, মো: জসিম উদ্দিন, মো: জাবেদ হোসেন, মিল্টন রায় চৌধুরী, সুশান্ত চৌধুরী, রাজিব ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তৃণমূল এনডিএম :
চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (তৃণমূল এনডিএম)। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন নেতৃবৃন্দ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন। এছাড়া দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়। চট্টগাম মহানগর তৃণমূল এনডিএম’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তৃণমূল এনডিএমের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আহবায়ক নুরুল কবীর শাহ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মো. হানিফ, তৃণমূল এনডিএমের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কাজী শহীদ উল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, আবদুর রব, প্রণব চৌধুরী, মোরশেদ আলম চৌধুরী, আবদুস সোবহান, মো. ফুল মিয়া, যুগ্ম মহাসচিব সিরাজুন নূর বেগম, মো. সাদেক হোসেন চৌধুরী, প্রণব চক্রবর্তী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, কক্সবাজার জেলার আহবায়ক ফরিদুল আলম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক পিকাশ শীল সাগর, সিরাজুল হক, কক্সবাজার জেলা নেতা তপন শীল, বদরুজ্জা, রেজাউল করিম রেজা, সুরজিত চৌধুরী, শাহজালাল রাজন, রানা মিশরী, লিটন, নুরুজ্জামান জাহেদ, নয়ন, রাসেল, মুকুল, জয় দাশ, মানিক দশ, রনি দাশ, রিয়াজ, জানে আলম, জসিম, মো. জামাল উদ্দীন, নাসির, ফরিদা ইয়াসমিন, টুম্পা, আরিফুল ইসলাম, দিলীপ দাশ, সিদাম শীল, জয় দাশ, উর্ম্মি আকতার প্রমুখ। তারা বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ :
গত ২১ ফেব্রূয়ারি অমর ২১ ফেব্রূয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ পুস্পমাল্য দিয়ে মাতৃভাষার জন্য শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন মো: মিনহাজ, মো: বেলাল হোসেন, মো: আলী আকবর, মো: আব্দুল গফুর, মো: জাহাঙ্গীর আলম, মো: কালিম শেখ, মে: নরুল আমীন, মো: আলমগীর, মো: বেলাল হোসেন, মো: বায়েজীদ ফরাজী, মো: গাজী আব্দুল্লাহ, মো: জুয়েল সরকার, মো: ইমাম হোসেন এনাম, মো: আব্দুল আলীম, মো: জামাল হোসেন, মো: কামাল হোসেন, মো: জসিম, মো: বেলাল, মো: শামীম, মো: মেজবাহ, মো: মোমীন প্রমুখ।
গোসাইলডাঙ্গা ওয়ার্ড আ’লীগ :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১ শে ফেব্রূয়ারী উপলক্ষে গোসাইলডাঙ্গা ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যেগে একুশের প্রথম প্রহরে পদযাত্রা শেষে বারিক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আ’ লীগের আহবায়ক মো. ইসকান্দর মিয়ার সভাপতিত্বে মহান একুশের আলোচনায় অংশ নেন বন্দর থানা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজ্বী মো. ইলিয়াছ, ওয়ার্ড আ’লীগের যুগ্ম আহবায়ক সাইফুল আলম চোধুরী, ওয়ার্ড আ’লীগ নেতা যথাক্রমে আবুল কালাম বি এস সি, আলহাজ্ব আব্দুস সালাম, হাজ্বী কামাল উদ্দীন ইসহাকী, কামাল উদ্দিন কোং, আলহাজ্ব আব্দুস ছমদ, দুলাল শীল, ইউছুফ আলী, বরুন চৌধুরী, হাজ্বী মো. রফিক, দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেন তাহের, হাজ্বী মাহবুবুর রহমান, আবুল কালাম, সবুজ মল্লিক, টিস্যূ মল্লিক, বিধান চন্দ্র, গণি দোভাষ, সোলায়মান বাচ্চু, মো. মহিউদ্দিন, হাজ্বী মো. নাছের, কায়সার তালুকদার, মো. শামীম, সাইফুল ইসলাম সোহেল, আলী আজম, অসীম চৌধুরী, মো. নাছের, মো. গিয়াসউদ্দিন, মো. সেলিম, মো. ফারুক প্রমুখ ।
এলডিপি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১ শে ফেব্রূয়ারী উপলক্ষে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণের উদ্যোগে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর নন্দনকানস্থ দলীয় কার্যালয়ে একুশের এক আলোচনা সভা দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি এড. কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন, উত্তর জেলার সাধারণ সম্পাদক এস.এম নিজাম উদ্দিন, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল,মহানগর এলডিপি’র সহ-সভাপতি মো. আবুল হোসেন আবু, সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদ, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মো. মনছুর, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম মহানগরের সভাপতি মো. আজহারুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক মো. এনাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি কাউসার ভূঁইয়া, যুগ্ন সম্পাদক মো. করিম, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোরশেদ, সহ প্রচার সম্পাদক মো. মিজান, চন্দনাইশ গণতান্ত্রিক যুবদল নেতা মো. মুন্না, নগর ছাত্রদল নেতা এস্তাফিজ, মারুফ, সাদ্দাম, আইমন সোহান, সাত্তার, হামিদ, সাহেদ, রনি প্রমুখ। বিজ্ঞপ্তি
জীবন বীমা কর্পোরেশন :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জীবন বীমা কর্পোরেশন, চট্টগ্রাম রিজিওনাল অফিসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
রিজিওনাল অফিসের জেনারেল ম্যানেজার জনাব কাজী নাজিমুল ইসলামের নেতৃত্বে প্রভাত ফেরীতে অংশগ্রহন ও শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসুচি শুরু হয় । প্রভাত ফেরীতে জীবন বীমা কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, উন্নয়ন অফিসার ও উন্নয়ন ম্যানেজারগন অংশগ্রহন করেন । পরে চট্টগ্রাম রিজিওনাল অফিসের কনফারেন্স হলে ম্যানেজার অডিট জনাব মোঃ মিজানুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব জনাব কাজী নাজিমুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সর্বজনাব আবদুল বাসেত খান, কাজী মোহাং মাহফুজ উল্লাহ, মীর মোশাররফ হোসেন, এস.এইচ আল মাহমুদ, সাহাবউদ্দিন চৌধুরী, এস.এম কামাল হোসাইন, তাপস আইচ, আবদুস সালাম ভুঁইয়া, মোঃ মহিউদ্দিন, আবদুল মোতালেব মজুমদার লিটন, নুরুল আবছার বাদল প্রমুখ।
বিটিসিএল শ্রমিক-কর্মচারী ফেডারেল ইউনিয়ন সিবিএ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিটিসিএল শ্রমিক-কর্মচারী ফেডারেল ইউনিয়ন সিবিএ’র শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম দেওয়ান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবের আহমেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সিবিএ সভাপতি হাজ্বী আব্দুল মালেক, এম.এ.কে জাহাঙ্গীর, মো: জাফরআহম্মদ, মো: শফিউল্যা, সিরাজুল ইসলাম, সাজেদুল হক,নাজমুল হক, মো: আনিস, মো: জানে আলম, দুলাল বড়ুয়া, নার্গিস আক্তার,কৃষ্ণা চক্রবর্ত্তী, আব্দুল কাদের, মিয়াজী, মো: রফিক, আবুল বশর, সাইফুল ইসলাম, মো: আবুল কালাম, মো: জাহাঙ্গীর প্রমুখ। বিজ্ঞপ্তি