আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

99

হাটহাজারী : ছবিটি দেখে মনে হবে পারে এটি একটি ভয়াবহ অগ্নিকান্ড। অগ্নিকান্ড বটে, তবে ভয়াবহ অগ্নিকান্ড নয়, অগ্নিকান্ড বিষয়ক মহড়া। যেটি অনুষ্ঠিত হয় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। এতে অংশ নিয়েছিল হাটহাজারী ফায়ার সার্ভিসের চৌকস অগ্নি নির্বাপক দলের সদস্যরা। এ সময় অগ্নিকান্ড বিষয়ক একটি মহড়াটি অবলোকন করেছিল উপস্থিত শত শিক্ষার্থী, শিক্ষক ও উৎসুক জনতা। গত ১৩ অক্টোবর উক্ত বিদ্যালয় মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। এবারের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি। উপজেলা প্রশাসনের আয়োজনে ওয়াল্ড ভিশন বাংলাদেশ ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আফরিন মুক্তা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এর সঞ্চালনায় উক্ত অলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাকের হোসেন, হাটহাজারী এপি ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা আবদুল হামিদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীব) গোলাম হোসেন, হাটহাজারী উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর রুবল চন্দ্র দাশ ও হাটহাজারী মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হোসেন ইকবাল প্রমুখ। এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ভৌগলিক কারণেই দুর্যোগ প্রবণ অঞ্চল। দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক ও মানব সৃষ্ট বিষয় যার প্রভাবে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি, প্রাকৃতিক সম্পদের নানাবিধ ক্ষতির সম্মুখীন হয়। দুর্যোগ মোকাবেলায় মানুষের ক্ষয়ক্ষতি শ্রশমনে নানাবিধ প্রস্তুতিসহ দুর্যোগ চলাকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে করণীয় বিষয় নিয়ে সকলকে উদ্বুদ্ধ ও সচেতন করতে হবে। দুর্যোগের পূর্ব প্রস্তুতি যত বেশি নেয়া যাবে, দুর্যোগের ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব। এজন্য মানুষের মধ্যে সচেতনার কোন বিকল্প নেই। আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এর আগে দিবস উপলক্ষে র‌্যালি, হাটহাজারী ফায়ার সার্ভিস কর্মীদের অংশগ্রহণ ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গত ১৩ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা শেষে আলোচনা সভা সহকারী কমিশনার (ভ‚মি) পূর্বিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহামদ ছৈয়দ তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, লায়লা বিলকিস, এওয়াকের সিবিআইডি অফিসার জিয়াউর রহমান প্রমুখ। সকালে টিআর/কাবিটা কর্মসূচির আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ প্রকল্পের আওতায় উপজেলার ছয় ইউনিয়নে ছয়টি ঘর সারাদেশের মতো ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহন করেন।
সীতাকুন্ড : সীতাকুন্ড উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে। গত রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল ও ইপসা সহযোগীতায় এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যেমে অনুষ্ঠান শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহম্মদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দীন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হারুন, আব্দুর গফুর, রেডিও সাগর গিরি’র সিনিয়র প্রজোযক, সঞ্জয় চৌধুরী, মণিষা প্রধান নির্বাহী আজমুল হোসেন হিরু প্রমুখ। অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।