আন্তরিকের টান

22

ডাক পেয়েছি বালকবেলার আমার সবুজ গ্রামের
মিষ্টি সুরে ডাকছে গ্রামের গাছের ডালে পাখি
ঘ্রাণ পেয়েছি মিষ্টি আমের কাঁঠাল গোলাপজামের
ছড়িয়ে যেথায় মায়ের স্নেহের আদর মাখামাখি।

জ্বলছে সেথায় সাঁঝের প্রদীপ আঁধার আকাশ ঘিরে
সন্ধ্যেবেলার সুরের আজান ভাসছে মৃদুল হাওয়ায়
যাচ্ছি আমি শহর ছেড়ে সেই গ্রামে ফের ফিরে
আমার মা যে অপেক্ষাতে মাদুর পেতে দাওয়ায়।

যাচ্ছি আমি যাচ্ছি মা তোর ডানপিটে সেই ছেলে
প্রাণভরে তোর মিঠেল আদর ইচ্ছেমতো খেতে
আসব না আর কক্ষনো তোর গ্রামখানাকে ফেলে
দূষণ ধোঁয়া মাখতে আবার নোংরা শহরেতে।

নেই শহরে গাছের ছায়া দৌড়-ঝাঁপের মাঠ
যায?না শোনা ফর্সা ভোরে বাউল কাকার গান
যাচ্ছি ফিরে যেথায় শিশুর সুখের রাজ্যপাট
যেথায় মাটির মায়ায় অঢেল আন্তরিকের টান।