আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল চ্যাম্পিয়ন চবি

53

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজর্ন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভলিবল দল (ছাত্র)। ১৬ থেকে ২১ মার্চ অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১৬টি বিশ্ববিদ্যালয় ভলিবল দল অংশগ্রহণ করেন। চার গ্রুপে লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রফেশনাল বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। সেমিফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল এবারসহ অষ্টমবারের মত আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবলে চ্যাম্পিয়ন হন। উক্ত প্রতিযোগিতায় সেরা কোচ নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলের কোচ ও চট্টগ্রাম বিশ্বদ্যিালয় শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শোয়াইব। সেরা খেলোয়াড় নির্বাচিত হন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় নাসিম বাহার।
্এদিকে আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রী ভলিবল দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এতে চ্যাম্পিয়ন হয় জাতীয় বিশ্ববিদ্যালয়। ইতিপূর্বে চবি ছাত্রী ভলিবল দল পাঁচ বার চ্যাম্পিয়ন হয়। চবি ভলিবল দলের ম্যানেজার, সহ-ম্যানেজার ও কোচের দায়িত্ব পালন করেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এমদাদুল হক ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোয়াজ্জেম হোসেন ও উপ-পরিচালক মোহাম্মদ শোয়াইব।
চবি ভলিবল দলের এ সাফল্যে অভিনন্দন জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আকতার। বিজ্ঞপ্তি