আনোয়ারা ব্রাহ্মণ সংসদের সম্মেলন

31

আনোয়ারা উপজেলা ব্রাহ্মণ সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন গত ২৯ নভেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম লোকনাথ ব্রহ্মচারী সেবক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্তীর সভাপতিত্বে ও পারিজাত চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ও বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির আহব্বায়ক ড. বিপ্লব গাঙ্গুলী। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এড. হরিপদ চক্রবর্তী, প্রধান বক্তা ছিলেন সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন জেলা সমন্বয় কমিটির যুগ্ম আহব্বায়ক লায়ন আশিষ আচার্য্য, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, অরূপ রতন চক্রবর্তী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পন্ডিত দীলিপ বক্রবর্তী, সমন্বয় পরিষদের সদস্য সচিব সমির চক্রবর্তী, সহ-সভাপতি তপন ভট্টাচার্য্য ইমন, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম সচিব কাঞ্চন চক্রবর্তী, সন্তেুাষ চক্রবর্তী, শম্ভু নাথ চক্রবর্তী প্রমুখ। সম্মেলন শেষে শীতার্ত, দরিদ্র জনতার মাঝে শীতবস্ত্র বিতরণ ও সিনিয়র পন্ডিতদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মেলনে শম্ভু নাথ চক্রবর্তীকে সভাপতি ও কাঞ্চন চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট আনোয়ারা উপজেলা ব্রাহ্মণ সংসদের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি