আনোয়ারা-কর্ণফুলীতে এ জে চৌধুরী কলেজ সেরা

69

সদ্য ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে আনোয়ারা-কর্ণফুলী সংসদীয় আসনে কলেজ বাজারস্থ কর্ণফুলী এ জে চৌধুরী কলেজ ফলাফলে এগিয়ে আছে। কলেজটিতে এবার পাসের হার ৫৭.৮২ ভাগ। এ সংসদীয় আসনের মধ্যে মোট চারটি কলেজের মধ্যে অন্য তিনটি কলেজের ফলাফল হলো কর্ণফুলীর খোঁয়াজনগরস্থ সিটি কর্পোরেশন পরিচালিত আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজে ৫২.১৪ ভাগ, আনোয়ারা সরকারি কলেজে ৫৩.৬৬ ভাগ এবং মোহছেন আউলিয়া কলেজে পাশের হার ৪৯.৬১ ভাগ। মোট চারটি কলেজের মধ্যে এ জে চৌধুরী কলেজ এবারও সংসদীয় আসনের মধ্যে আনোয়ারা – কর্ণফুলীতে সেরা কলেজের কৃতিত্ব অর্জন করেছে। সূত্রে জানা যায়, এবার এ কলেজ তিনটি বিভাগে ৫২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০৩ জন পাশ করে। গত ১০ বছর ধরে এ কলেজে ধারাবহিকভাবে পাসের হার বাড়ছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ২২ জন, মানবিকে পরীক্ষার্থী ২৪৩ জন, পাস করেছে ১১৭ জন আর ব্যবসায় শিক্ষা বিভাগে ২৬৩ জনের মধ্যে পাস করেছে ১৬৪ জন। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিন জানান, এ কলেজে পড়ুয়া অধিকাংশ শিক্ষার্থী চাকরীজীবি। তারা কাজের ফাঁকে লেখাপড়া করে। এরপরও আনোয়ারা-কর্ণফুলী সংসদীয় আসনের ৪টি কলেজের মধ্যে কর্ণফুলী এ জে চৌধুরী কলেজ ভালো রেজাল্ট করেছে। তিনি বলেন, স্কুলের সভাপতি, স্থানীয় এমপি ও ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদের নির্দেশনায় কলেজ পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবহিকতায় কলেজে ভলো ফলাফল পাওয়া গেছে। আগামীতে আরো ভালো করবে, এমন আশাবাদ ব্যক্ত করে অধ্যক্ষ বলেন, সে লক্ষে শিক্ষা তথা পাঠদান পদ্ধতিতে আরো গুণগত পরিবর্তনের লক্ষে কাজ চলছে। তিনি জানান, এ জে চৌধুরী কলেজ থেকে এবার কারিগরি বোর্ডের অধীনে ১৬ জন পরীক্ষা দেয়। এর মধ্যে ১৩ জন পাস করে। যা শতকরা হিসেবে পাশের হার ৮১.২৫ ভাগ।