আনোয়ারায় ৫দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল কাল শুরু

124

আনোয়ারা ওষখাইন আলী নগর দরবার শরীফ সংলগ্ন মাদরাসা প্রাঙ্গণে ৬ সেপ্টেম্বর হতে ৫দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল শুরু হবে। ২০১৭ সাল হতে এ মাহফিল ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এ কর্মসূচি পালনের মাধ্যমে নবী প্রেমিক আশেকদের অন্তরে আওলাদে রাসূল (দ.) এর প্রতি ভালোবাসা প্রদর্শনের মধ্য দিয়ে এলাকায় ইসলামী নীতি নৈতিকতার শিক্ষালাভে ধন্য হচ্ছে মুসলিম জনতা। হানাহানি সন্ত্রাসী তৎপরতা বন্ধে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে শোহাদায়ে কারবালা মাহফিল। আহলে সুন্নাত ওয়াল জমাআত ৯নং পরৈকোড়া ইউনিয়ন আয়োজিত আজিমুশ্শান শোহাদায়ে কারবালা মাহফিলে দেশবরেণ্য ওলামা মাশায়েখ সুধীজন উপস্থিত হয়ে ইসলামী জীবন বিধানের উপর বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে ইসলামের কালজয়ী আদর্শের চর্চা আশেকে রাসূলদের (দ.) হৃদয়ের খোরাক আঞ্জাম দিয়ে যাচ্ছে।
৪ সেপ্টেম্বর সকালে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শোহাদায়ে কারবালা মাহফিল প্রস্তুতি কমিটির আহŸায়ক শাহজাদা মাওালানা আবদুল কাদের চাঁদ মিয়া। উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির সচিব হাসান জিয়াউল ইসলাম, ওষখাইন শাহ আলী রজা (র.) আলীম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবুল মনসুর, কো-চেয়ারম্যান শাহজাদা কাজিম উদ্দিন, মো. লোকমান সওদাগর, আজিজুর রহমান, মো. আবু ইউসুফ, মো. আলী, মো. সেলিম, মো. ফেরদৌসুর রহমান বাবু, শাহজাদা মাওলানা নেছার মিয়া, মো. আইয়ুব আলী, মো. সরওয়ার, মো. তৌহিদ, মো. বাহাদুর, মো. বাবুল, মো. আইয়ুব খান, মো. রিফাত, এস এম মুরাদ, এস এম মিরু, মো. মিন্টু প্রমুখ। ১ম দিবস জুমাবার বাদে আছর হতে শুরু হওয়া মাহফিলে সভাপতিত্ব করবেন ওষখাইন আলী নগর দরবার শরীফের সাজ্জাদানশীন মুহাম্মদ কামাল উদ্দিন শাহ। প্রধান আলোচক থাকবেন আল্লামা হাসানুর রহমান হোসাইনী নক্সবন্দী। বিজ্ঞপ্তি