আনোয়ারায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, আহত ৭

49

আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস দুটি সিএনজি ট্যাক্সিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে গেলে যাত্রী-চালকসহ ৭ জন আহত হয়। গতকাল রবিবার সকাল ৯ টার দিকে পিএবি সড়কের কালাবিবির দীঘির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-স্কুল শিক্ষক রহিমা আকতার (৩৩), মোহাম্মদ ইব্রাহিম (২৭), ব্যবসায়ী এমদাদুল ইসলাম (৩৪), বাস যাত্রী ওয়াহিদুল ইসলাম (১২), দিলোয়ারা বেগম (৪৪), সিএনজি ট্যাক্সিচালক মোহাম্মদ ফারুক (৩০), মোহাম্মদ ইকবাল (১৯) ।
আহতদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ট্যাক্সিচালক ফারুকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাঁশখালী থেকে শহরমুখী একটি বাস (চট্টমেট্রো-জ ০৫-০১১৭) কালাবিবি দীঘির মোড়ে এসে নিয়ন্ত্রণ হারালে বাসের ধাক্কায় ৪টি দোকান, ২টি সিএনজি অটোরিক্সা দুমড়ে মুচড়ে যায়।
আনোয়ারা হাসপাতালের চিকিৎসক ইশিতা আইরিন বলেন, দুর্ঘটনার শিকার ৭ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত ১ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, বাস চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।