আনোয়ারায় আল্লামা হাশেমী ও নঈমী (র) এর স্মরণসভা

16

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী (রহ.) ও শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী (রহ.)’র স্মরণসভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত ২০ আগস্ট চাতরী মোহাম্মদ আলী জামে মসজিদে স্মরণসভার আয়োজন করেন আহলে সুন্নাত ওয়াল জামাত আনোয়ারা উপজেলা শাখা। মাওলানা মাহমুদুল হক নঈমীর সভাপতিত্বে এবং মাওলানা আহমদ নূর আলকাদেরী ও মাস্টার এয়াকুব আলীর যৌথ পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিতি ছিলেন দক্ষিণ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্বাহী সম্পাদক হাফেজ আহমদ আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন সোবহানীয়া আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ জুলফিকার আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এসএম শাহজাহান, অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর, মাওলানা আব্দুল মোমেন,মাওলানা নাঈম উদ্দিন,মাওলানা মহিউদ্দিন হাশেমী, মাস্টার আবুল হোসেন ও অধ্যক্ষ মুফিজুর রহমান। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাশেমুর রশিদ,মাওলানা খোরশেদুল আলম, শাহজাদা আব্দুল কাদের,মাওলানা মুজিবুর রহমনি চিশতী,নাছির উদ্দিন সিদ্দিকী, কাজী মাওলানা বদরুজ্জামান নঈমী,কাজী শাকের আহমদ চৌধুরী, ডিআইএম জাহাঙ্গীর, মাস্টার আব্দুল হালিম, মাওলানা নেছার, মাওলানা এয়ার মোহাম্মদ,হাফেজ আব্দুর রহিম, মাওলানা দৌলত খান প্রমুখ। বক্তারা বলেন, ইমামে আহলে সুন্নাত কাযী আল্লামা নুরুল ইসলাম হাশেমী (রহ.) ও আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী (রহ.) ছিলেন সুন্নী জগতের আলোক বর্তিকা। এই দুই আল্লাহর ওলীর বিদায়ে সুন্নী জগত অপূরনীয় ক্ষতির সম্মুখীন । যা কখনো পূরণ হবার নয়। তাঁরা দ্বীন ইসলামের খেদমতে নিজেকে উজাড় করে দিয়েছিলেন।
পার্থিব মোহ তাঁদের মধ্যে কখনো ছিলনা। এই দুই নক্ষত্রের বিদায়ে সুন্নী জগত আজ দিশেহারা। আজকে তাঁেদর অনুপস্থিতিতে সুন্নি জনতাকে সীসা ঢালা ঐক্য গড়ে তুলে সামনে এগিয়ে যেতে হবে। স্মরণসভা শেষে মরহুমদ্বয়ের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।