আনোয়ারায় অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ আটক ১

24

আনোয়ারায় অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বটতলী ইউনিয়নের কালা গাজীরপাড়া থেকে তাদের আটক করা হয়। আটক মো. আলী আকবর প্রকাশ রাসেল (২২) স্থানীয় বেলাল মাস্টারের ছেলে।
আনোয়ারা থানার এসআই খায়রুজ্জামান বলেন, বটতলী ইউনিয়নের জয়নগর পাড়ার বেলাল মাস্টারের কলোনীতে অবৈধ ভিওআইপির ব্যবসা পরিচালনা করে আসছেন একটি চক্র। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সেখানে অভিযান চালায় আনোয়ারা থানা পুলিশের একটি দল। এ সময় অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ রাসেলকে হাতেনাতে আটক করে পুলিশ। সেখান থেকে ২টি ল্যাপটপ, ৩টি সিম বক্স, ২টি রাউটার এবং বিভিন্ন কোম্পানির ৯৬৪টি সিম সহ আরো অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। আটক আলী আকবর দীর্ঘদিন যাবত এই অবৈধ ব্যবসা করে আসছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তার সাথে মো. সাইফুল এবং রাজু নামের আরো দু’জন জড়িত রয়েছে।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, আটক রাসেলের বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার সহযোগী অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।