আনোয়ারার বিলপুরে গীতাযজ্ঞ উৎসব আজ থেকে শুরু

80

আনোয়ারা উপজেলার বিলপুর গ্রামবাসীর উদ্যোগে দু’দিনব্যাপী সার্বজনীন বিশ্বশান্তি গীতাযজ্ঞ আজ ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এই উপলক্ষে আয়োজিত মাঙ্গলিক কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ফেব্রুয়ারি সমবেত গীতাপাঠ, ভক্তি সংগীতাঞ্জলি, শীতবস্ত্র বিতরণ, অধিবাস ও প্রসাদ বিতরণ। ১৫ ফেব্রুয়ারি দিনব্যাপী গীতাযজ্ঞ, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রসাদ বিতরণ। উৎসবের প্রতিটি পর্বে সকল ভক্তবৃন্দদের উপস্থিত থাকার জন্য বিলপুর সার্বজনীন গীতাযজ্ঞ উদ্যাপন পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

হযরত-শাহ-বু-আলী
কালন্দর (র) বার্ষিক
ওরশ আজ

আগামী ১৪ ফেব্রুয়ারি ২০১৯ইং রোজ বৃহস্পতিবার, চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শাহ-বু-আলী ভান্ডার মধ্যম করলডেঙ্গা প্রকৃতির লীলা নিকেতন শাহ-বু-আলী-কালন্দর (র) প্রধান বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হইবে। আয়োজনে-মাজার ও ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে দিনব্যাপী খতমে কোরআন, মিলাদ মাহফিল, জিকির-আজকার দেশ ও জনগণের শান্তি কামনায় বিশেষ মুনাজাত ও তবারুক বিতরণ। উক্ত ওরশ শরীফে উপস্থিত থাকার জন্য মাজার ও ওরশ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ওসমান গণি, সাধারণ সম্পাদক মো. করিম মেম্বার, প্রধান উপদেষ্টা হাজী মো. শরীফ ও হাজী আমিরুল ইসলাম প্রচার ও প্রকাশিত সম্পাদক দোলন বড়–য়া সকল ভক্তগণকে উক্ত ওরশ শরীফে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকে দাওয়াত জানিয়েছেন।

পুন্ডরীক বিদ্যানিধির আবির্ভাব অনুষ্ঠান পরিদর্শনে
হাটহাজারী পূজা পরিষদ

হাটহাজারী উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠান পুন্ডরীক ধামে পরম বৈষ্ণব আচার্য্য পুন্ডরিক বিদ্যানিধির ৫৪০তম আবির্ভাব তিথি স্মরণে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ পুন্ডরীক বিদ্যানিধি স্মৃতি সংসদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে হাটহাজারী উপজেলার সনাতনী সম্প্রদায়ের পূজা সমন্বয়কারী প্রতিষ্ঠান পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ গত ১১ ফেব্রুয়ারি পরিদর্শন করেন এবং ধর্মীয় অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন পুন্ডরীক বিদ্যানিধির স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক, হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাষ্টার অশোক কুমার নাথ, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক অলক মহাজন, প্রাক্তণ সভাপতি মাষ্টার পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক রিমন মুহুরী, সহ সভাপতি মাষ্টার সুনীতি বিকাশ আচার্য্য, রনজিত চক্রবর্তী, যুগ্ম সম্পাদক লিটন ভট্টাচার্য্য, ডা. রাজেশ দেব, হরি রঞ্জন শীল, অভিজিৎ শীল, নিটু শীল প্রমুখ। বিজ্ঞপ্তি