আনুষ্ঠানিক বিরোধী দলের ভূমিকা পালন করবে না শরিকরা

39

১৪ দলের শরিকরা সংসদের ভেতরে-বাইরে সরকারের বিভিন্ন ইস্যুতে বিরোধী কণ্ঠের ভূমিকা পালন করলেও আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের ভূমিকা পালন করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘১৪ দলের শরিকরা সংসদের ভেতর ও বাইরে অনানুষ্ঠানিকভাবে সরকারের যেকোনও কার্যক্রমের গঠনমূলক সমালোচনা করবে। কিন্তু আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের ভূমিকা পালন করবে না, শরিকরা বিরোধী দল হতে পারে না।’ গতকাল মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আওয়ামী লীগের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের শোকসভায় তিনি এসব কথা বলেছেন।-খবর বাংলা ট্রিবিউনের
এ সময় নাসিম বলেন, ‘দেশে সরকার চলবে মুক্তিযুদ্ধের চেতনায় ও বিরোধী দলও থাকবে মুক্তিযুদ্ধের চেতনায়। উপজেলা নির্বাচনে ১৪ দলের শরিকরা পৃথকভাবে অংশ নেবে। উপজেলা নির্বাচন জোটবদ্ধভাবে করার কোনও সুযোগ নেই।’
বিএনপির সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচনে বিএনপির ব্যর্থতার জন্যে অন্যকে দায়ী করলে হবে না। আপনারা (বিএনপি) সংসদে গিয়ে ব্যর্থতার কথা বলেন।’
সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।