আনসার ভিডিপি ও ঈমামদের মাঝে মানবিক সহায়তা প্রদান

36

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুরের নিজ উদ্যোগে আনসার ভিডিপি, গ্রাম পুলিশ, ঈমাম ও সাধারন খেটে খাওয়া মানুষের মানুষের ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন নিজেই উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল পিয়াজ, আলু সেমাই, ছোলা, চিনি, তৈল, লবনসহ নানা সামগ্রী। এসময় শতাধিক মানুষের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) লিয়াকত আলী, এসআই মাঈনুদ্দিন, এএস আই ফারুক ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মংথোয়াইলা মার্মা প্রমুখ। এদিকে ত্রাণ বিতরণকালে অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, আপনারা অবশ্যই সামাজিক দুরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন, অযথা ঘোরা ফেরা থেকে বিরত সহ হাত মুখ ধোয়া সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুর বলেন, মহামারী করোনাভাইরাস এর কারনে মানুষ কর্মহীন ও ঘরবন্দী হয়ে পড়েছে। এসব কথা মাথায় রেখে বঙ্গবন্ধু জাতির জনকের আদর্শকে ধারন করে যতটুকু সম্ভব তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি আরো বলেন, গত ২৬ মে এপ্রিল লক ডাউনের পর থেকে সরকারের নির্দেশ মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রেখে পার্বত্য মন্ত্রীর পক্ষ হয়ে সমাজের বিভিন্ন পেশাজীবী প্রায় ৮৫০ জন অসহায় মানুষের মাঝে নিজস্ব তহবিল থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। তিনি সকল বিত্তবানদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়ানোর আহবান জানান।