আনন্দ সাংস্কৃতিক অংগনের বিশেষ সংগীতানুষ্ঠান

118

গত ১৭ নভেম্বর আনন্দ সাংস্কৃতিক অংগন আয়োজিত বৃদ্ধবাবা পুত্রের প্রতি খোলা চিঠি দিয়ে “বৃদ্ধাশ্রম” নামকরণে একটি চিত্র প্রদর্শনী মধ্যে অনুষ্ঠান সন্ধ্যা ৭.১৫ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন পিপিএম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আনন্দ সাংস্কৃতিক অংগন এর পরিচালক লিটন মিত্র, উপদেষ্টা মাহবুব আলম চৌধুরী ও বৈশাখী মেন্ডেস। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রিতু বড়ুয়া’র ও তোতা পাখীরে এবং প্রিয়া দাশ এর বিছানার পাশে পড়ে আছে পানের বাটা দুটো গানের মধ্যে দিয়ে সুরের মূর্ছনা খেলে যায় উপস্থিত শ্রোতাদের মাঝে। এছাড়াও সংগীত পরিবেশন করেন তন্দ্রা সিংহ, লুপর্না মুৎসুদ্দী, তাসনিম যারীন ইসমি, মিকাতুন জান্নাত, মো: মহিউদ্দিন শাহীন, মিতা নুর, অনন্যা সেন নিপা, সুকুমার দে। যন্ত্রশিলী হিসেবে ছিলেন তবলায় লিটন মিত্র, কী-বোর্ড রুমেল শীল ও নয়ন বিশ্বাস, একাষ্টিক গীটার শুভ বড়ুয়া, বাঁশি মানিক কুমার দাস, ঢোলক শিবু জলদাস, অক্টোপ্যাড কুশলব শীল জুই, বেইজ গীটার তন্ময় দত্ত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশরাফ মাসুদ। বিজ্ঞপ্তি