আনজুমনে ইত্তেহাদের মতবিনিময়

47

বায়তুশ শরফ ভিত্তিক আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর কার্যকরী কমিটির সভা ও মতবিনিময় সভা গত ৩ জুন বুধবার বিকেল তিনটায় সংগঠনের সহ-সভাপতি, ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আহসান সাইয়েদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম -১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, আলহাজ্ব মোর্তুজা ছিদ্দিক। আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর কার্যকরী কমিটির সভা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বায়তুশ শরফের পীর সাহেব আল­ামা আবদুল হাই নদভী, আনজুমনের সহ-সভাপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া, কার্যনির্বাহী সদস্য ও মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নুরী, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম, মোহাম্মদ জাফর উল­াহ, আবুল কাসেম খান, আলহাজ্ব মোহাম্মদ নুরুদ্দিন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমানুল­াহ, আলহাজ্ব মোহাম্মদ ইয়াছিন, অধ্যাপক একরামুল হক আজাদ, অধ্যাপক জামাল উদ্দিন, মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ। কার্যকরী কমিটির সভা ও মতবিনিময় সভায় বায়তুশ শরফের মরহুম পীর সাহেব বাহরুল উলুম আল­ামা শাহ মুহাম্মদ কুতুব উদ্দিন (রাহঃ) এর ইন্তেকাল পরবর্তী বায়তুশ শরফের সার্বিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উলে­খ্য, গঠনতন্ত্র মোতাবেক বায়তুশ শরফ কেন্দ্রীক আনজুমনে ইত্তেহাদ ও মজলিসুল ওলামার পদটি অলংকৃত করে থাকেন বায়তুশ শরফের সম্মানিত পীর সাহেব। গঠনতন্ত্রের আলোকে উলে­খিত সংগঠন দুটির সভাপতি পদ পূরণের লক্ষ্যে আনজুমনের সহ-সভাপতি ইদ্রিস মিয়া বর্তমান পীর সাহেব আল্লামা আবদুল হাই নদভীর নাম এবং চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম আনজুমনে ইত্তেহাদের প্রধান উপদেষ্টা হিসেবে মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী প্রস্তাব করলে উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ সর্বসম্মতি জ্ঞাপন করেন। এছাড়া বায়তুশ শরফের কেন্দ্রীয় মসজিদের সংস্কারসহ প্রয়োজনীয় উন্নয়ন কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, পীর সাহেব আল্লামা আবদুল হাই নদভী ও আনজুমনের সহ-সভাপতি ইদ্রিস যৌথ স্বাক্ষরে নতুন একটি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় আগামী ১১ জুলাই দেশের সার্বিক পরিবেশ-পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর এজিএম অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়।
মতবিনিময় সভায় আনজুমনে ইত্তেহাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বায়তুশ শরফের পরিবেশ পরিস্থিতি এবং ভবিষ্যত করণীয় নির্ধারণে নীতি নির্ধারণী বক্তব্য পেশ করেন। বিজ্ঞপ্তি