আধ্যাত্মিক সাহিত্য পাঠে চিত্ত শুদ্ধ হয়

35

জীবনের গভীর অভিজ্ঞতা থেকে আধ্যাত্মিক সাহিত্যের উৎপত্তি। সুস্থ মানস গঠন করতে হলে, সমাজকে সুস্থ পথে পরিচালিত করতে হলে এ সমস্ত সাহিত্য পাঠের কোন বিকল্প নেই। নিজেকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হলে সবার আগে নিজের মনের অহংকারকে বিনাশ করতে হবে। অহংকার বিনাশের ধারণা মানুষ আধ্যাত্মিক সাহিত্য থেকে লাভ করতে পারে। গত ৬ নভেম্বর নগরীর জার্মান ভাষা শিক্ষা কেন্দ্র ডী স্প্রাখেতে আয়োজিত ‘সুস্থ মানস গঠনে আধ্যাত্মিক সাহিত্যের অবদান বিবেচনায় মাইজভান্ডারী সাহিত্য এবং রামকৃষ্ণ-বিবেকানন্দ সাহিত্য’ শীর্ষক আলোচনায় আলোচক অধ্যাপক এ ওয়াই এমডি জাফর ও প্রফেসর রীতা দত্ত এসব কথা বলেন। শুধু চট্টগ্রাম নয়, পুরো বাংলাদেশেই এই ধরনের একটি বিষয় নিয়ে ভিন্ন দুটি স¤প্রদায়ের পাশাপাশি বসে আলোচনা এই প্রথম বলে দাবি আয়োজকদের। বিজ্ঞপ্তি