আদর্শ শিক্ষকরা আলোসদৃশ তাদের কখনো মৃত্যু হয়না

25

চট্টগ্রাম ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যাপক, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সদ্য প্রয়াত মুকুল কান্তি বড়ুয়ার স্মরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মুকুল বড়ুয়া ছিলেন আধুনিক বিজ্ঞানমনস্ক মুক্তচিন্তার মানুষ। তিনি কখনো হিংসাত্মক মনোভাব পোষণ করতেন না। অসাম্প্রদায়িক মানুষ হিসেবে আজীবন মানুষের সেবায় কাজ করেছেন। বক্তার আরো বলেন, শিক্ষকরা হচ্ছেন অন্ধকারের আলোসদৃশ। তাদের আদর্শের কখনো মৃত্যু হয় না। গত শুক্রবার নগরীর জামালখানস্থ প্যাসিফিক টাওয়ারে অনুষ্ঠিত অধ্যাপক মুকুল কান্তি বড়ুয়ার স্মরণ অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। প্রজ্ঞাপাল মহাস্থবিরের সভাপতিত্বে সংঘদান ও স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাইদচকিয়া গৌতম আশ্রম বিহারের অধ্যক্ষ রত্নপ্রিয় মহাস্থবির, প্রিয়ানন্দ মহাস্থবির, প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া, রাঙামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তুষার কান্তি বড়ুয়া, সংস্কৃতিকর্মী বিপ্লব বড়ুয়া, শচীভুষণ বড়ুয়া, স্বপন বড়ুয়া চৌধুরী, গৌতম সেবক বড়ুয়া, সন্জীব বড়ুয়া তিনু প্রমুখ। উল্লেখ্য, তিনি গত ২৩ সেপ্টেম্বর হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সন্জীব বড়ুয়া, লায়ণ টিংকু বড়ুয়া, ব্যবসায়ী সাধন বড়ুয়া, আলোকচিত্রী রঞ্জন বড়ুয়া, ফুটবলার বিভাস বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি