আত্মপ্রত্যয়ী শেখ হাসিনা মানুষের সেবায় নিয়োজিত

94

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী বলেছেন শেখ হাসিনা জীবনের মায়া ত্যাগ করে পিতার আদর্শে দেশগড়ার প্রত্যয়ে বলিয়ান ছিলেন বলেই তিনি বিজয়ী হয়েছেন। তিনি বলেন কঠোর সাধনা ও জীবনের ঝুঁকি নিয়ে আত্মপ্রত্যয়ী শেখ হাসিনা মানুষের সেবায় নিয়োজিত। তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের আত্মপ্রত্যয়ী হওয়ার আহŸান জানান। ১৯৮১ সনের ১৭ মে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে গত ১৭ মে দুপুরে পতেঙ্গার একটি মহাবিদ্যালয়ের বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের আয়োজনে ‘১৯৮১ থেকে ২০১৯ শেখ হাসিনার যাত্রা পথ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম। এতে আরো আলোচনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, মহানগর আওয়ামীলীগের সদস্য ও কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, কাউন্সিলর নাজমুল হক ডিউক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর হাজী মো. জয়নাল আবেদীন, জাবেদুল ইসলাম সিপন, মোহাম্মদ সেলিম, দেলোয়ার হোসেন, মীর আবদুর রহমান মামুন, ডা. মো. জামাল উদ্দিন , এম.এ নেওয়াজ, সহিদুল ইসলাম, ও রাশেদ মাহমুদ পিয়াস সহ অন্যরা। প্রবন্ধে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম বলেন, নানা প্রতিকূলতা সত্তে¡ও জননেত্রী শেখ হাসিনা জাতির প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস নিয়ে তার দুরদৃষ্টি, বলিষ্ট নেতৃত্ব এবং জনকল্যাণমূখী কার্যক্রমে বাংলাদেশ আজ বিশ্বে বিষ্ময় ও উন্নয়নের রোল মডেল। বিজ্ঞপ্তি