আজ হাজারী লেইনে দুর্গোৎসব শুরু

44

হাজারী লেইন সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে আজ বৃহস্পতিবার থেকে ৮ অক্টোবর পর্যন্ত হাজারী বাড়ী মন্দির প্রাঙ্গণে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। পঞ্চমীতে সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী। উদ্বোধক থাকবেন শ্রীশ্রী কৈবল্যধাম আশ্রমের মোহন্ত মহারাজ শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়।
আশীর্বাদক থাকবেন শ্রীশ্রী পঞ্চমাতা বিগ্রহ বাড়ীর অধ্যক্ষ শ্রীমৎ প্রেমময়ানন্দ ব্রহ্মচারী। অতিথি থাকবেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, কালীপদ দাশ, তুষারংসু বিমল দাশ। এ উপলক্ষে শিব মন্দির প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের বাউল গান পরিবেশন করবেন বাউলগুরু পাগলা বাবলু। এছাড়াও প্রতিদিন পরিবেশিত হবে নৃত্যনাট্য, নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান ও আবৃত্তি। এবারের পূজার থিম ‘জগতের মা’। বিজ্ঞপ্তি