আজ মিশর থেকে চট্টগ্রাম আসছেন প্রফেসর ড. ইউসরী রুশদী

158

আহলে বায়েত রসুল (সা.) স্মরণে ১০ দিনব্যাপি আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এতে মিশর, লেবানন, ভারত, সিরিকোট শরীফ, শ্রীলংকা, ইরাকসহ বিশ্বখ্যাত ইসলামী স্কলাররা উপস্থিত থেকে ইসলামের মুলধারা সম্পর্কে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করবেন। মাহফিলে যোগ দিতে আজ শনিবার সন্ধ্যায় মিশরের তরীকায়ে কাদেরীয়া শাজিলিয়া ইউস্রিয়ার শাইখ প্রফেসর ড. ইউসরী রুশদী জাবর আল-হাসানী আল-আজহারী আসছেন। তিনি গত বছর এ মাহফিলে যোগদান করেছিলেন এবং পবিত্র কুরআনের আলোকে দিক নির্দেশনামূলক মনমুগ্ধকর বক্তব্য রেখে সকলের কাছে শ্রদ্ধার সাথে প্রশংসিত হয়েছিলেন। তাছাড়া ভারতের কাসওয়াসা দরবার শরীফ থেকে হজরতুল আল্লামা মওলানা সৈয়দ জালাল উদ্দিন আল কাদেরী আল আশরাফী ও হযরতুল আল্লামা সৈয়দ মুহম্মদ নুরানী মিয়া আশরাফী মাহফিলে যেগদানের জন্য আজ চট্টগ্রাম পৌঁছাবেন। বিশ্বের বিভিন্ন স্থান থেকে এ মাহফিলে উপস্থিত থাকবেন সিরিকোট দরবার শরীফ-এর রহনুমায়ে শরীয়ত ও তরিকত পীর এ বাংগাল আওলাদে রসুল (সা.) শাহসুফী সৈয়দ মুহম্মদ সাবির শাহ ( ম.জি.আ) ও শাহজাদা আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ আহমদ শাহ (ম.জি.আ), বড়পীর হযরত শাহসুফী সৈয়দ আবদুল কাদের জিলানী (রা.) বংশধর শাহসুফী সৈয়দ আফিফ আবদুল কাদের মনসুর আল-জিলানী আল-বাগদাদী, ভারতের কাসওয়াসা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ মুহাম্মদ মাহমুদ আশরাফ আল আশরাফী আল জিলানী, লেবাননের বৈরুত গ্লোবাল ইউনিভার্সিটির প্রফেসর আওলাদে রসুল সৈয়দ জামাল শাক্কার আল-হোসাইনী আল-হাসেনী (ম.জি.আ) শ্রীলংকা কলম্বোর আল্লামা মুহাম্মদ ইহসান ইকবাল আলকাদেরী, ভারতের এলাহবাদের খতিবে লাসানী আকবার ইহসানী ও কোলকাতার খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন হযরত মৌলানা মুহম্মদ নুর রহমান বরকাতী। বিজ্ঞপ্তি