আজ দৃষ্টি ও ইপসার তারুণ্যের সংলাপ

16

চসিক নির্বাচন নিয়ে তরুণরা কী ভাবছে ? তরুণদের ভাবনাগুলো সম্পর্কে প্রার্থীরা কতটুকু সচেতন? নগর পিতার পরিকল্পনার মধ্যে তরুণদের জন্য নতুন কিছু কী থাকছে? এসব প্রশ্নকে সামনে রেখে দৃষ্টি চট্টগ্রাম ও ইপসার আয়োজনে নগর পরিকল্পনাবিদ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গের সাথে তরুণদের মুক্ত আলোচনার অনুষ্ঠান তারুণ্যের সংলাপ ‘আমাদের শহর, আমার ভাবনা’ আজ শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আলোচক থাকবেন প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, এস এম আবু তৈয়ব, স্থপতি আশিক ইমরান, সাংবাদিক আজাদ তালুকদার, ডা. বিদ্যুৎ বড়–য়া, গোলাম বাকি মাসুদ ও মোহাম্মদ আলী শাহীন। অনুষ্ঠানে অংশগ্রহণ করবে চট্টগ্রামের ১৫টি সংগঠনের ১০০ জন শিক্ষার্থী। অংশগ্রহণ করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেট, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, সাদার্ন বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব, ইস্ট ডেল্টা ডিবেটিং সোসাইটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এফ বিডিএ, সরকারি কমার্স কলেজ ডিবেট ক্লাব, ইউএসটিসি ফার্মা ডিবেটিং ক্লাব, পোর্ট সিটি ডিবেট ফোরাম, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, চট্টগ্রাম কলেজ ইসিএ ক্লাব, প্রথম আলো বন্ধুসভা, রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগাং সাউথ, দৃষ্টি স্কুল অব ডিবেট ও ইপসা। বিজ্ঞপ্তি